শাকিব আল হাসানের (Shakib Al Hasan) সুরক্ষায় নিরাপত্তাকর্মী নিয়োগ করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (Bangladesh Cricket Board)। বুধবার শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুশীলনের সময় বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত এক কর্মীকে দেখা যায় শাকিবকে নিরাপত্তা দিতে। ১৫ নভেম্বর কলকাতার একটি কালীপুজোর অনুষ্ঠানে অংশ নেন শাকিব। তাঁর ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর ক্ষোভের মুখে পড়েন তিনি। ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে ফেসবুক লাইভে তাঁকে কুপিয়ে খুনের হুমকি দেন মহসিন তালুকদার নামে সিলেটের এক ব্যক্তি। মঙ্গলবার বাংলাদেশের সিলেট সদর উপজেলার অন্তর্গত শাহপুরের তালুকদারপাড়া তাকে গ্রেপ্তার করেছে র্যাব।
ওই ঘটনার পরই সতর্ক বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তাই শাকিবের সুরক্ষায় বাড়তি নিরাপত্তা নেওয়া হচ্ছে। জানা গেছে, শাকিবের নিরাপত্তায় নিযুক্ত করা হয়েছে বোর্ডের এক পুরনো সশস্ত্র নিরাপত্তাকর্মীকে। ওই ব্যক্তি আগে জাতীয় দলের কোচ রাসেল ডোমিঙ্গোর নিরাপত্তার দায়িত্বে ছিলেন। ছুটি কাটাতে কোচ বাড়ি গেছেন, তাই ওই নিরাপত্তাকর্মীকে শাকিবের সুরক্ষায় নিযুক্ত করেছে বিসিবি।
বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরি বলেন, "শাকিবের বিষয়টি অবশ্যই উদ্বেগজনক। এগুলি কখনই কাঙ্ক্ষিত হতে পারে না। আমরা বিষয়টি জানার পরে দ্রুত ব্যবস্থা নিয়েছি। তাঁর জন্য নিরাপত্তার ব্যবস্থা করেছি।"