৩১ ডিসেম্বর সিডনিতে বিগ ব্যাশ লিগের ২২ নম্বর ম্যাচে সিডনি থান্ডারের (Sydney Thunder) মুখোমুখি হবে হোবার্ট হারিকেন্স (Hobart Hurricanes)। ম্যাচটি অনুষ্ঠিত হবে আলবারির ল্যাভিংটন স্পোর্টস ওভালে (Lavington Sports Oval)। ক্রিস গ্রিনের (Chris Green) অধিনায়কত্বে সিডনি থান্ডার ধীরে ধীরে উঠছে। ব্রিসবেন হিটের (Brisbane Heat) বিপক্ষে টানা দুই ম্যাচে জয় পেয়েছে তারা। তবে চ্যাম্পিয়নশিপে আরও এগিয়ে যাওয়ার জন্য থান্ডারকে ফর্মে থাকা দলগুলোকে ছাড়িয়ে যেতে হবে। তালিকার পঞ্চম স্থানে রয়েছে তারা। অন্যদিকে হারিকেন্সের এখন অনেক চাপ রয়েছে। পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে থাকা দলটির নেট রান রেট -০.৩৭৮। দু'টো ম্যাচ জিতলেও নিজেদের সেরাটা দিতে পারেনি। মেলবোর্ন রেনেগেডসকে (Melbourne Renegades) আট রানে হারিয়ে ম্যাচে নামবে হ্যারিকেনরা।
জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা (ভারতীয় সময় অনুসারে)
৩১ ডিসেম্বর বিগ ব্যাশ লিগের ২২ নম্বর ম্যাচে মুখোমুখি হবে সিডনি থান্ডার (Sydney Thunder) এবং হোবার্ট হারিকেন্স (Hobart Hurricanes)।আলবারির ল্যাভিংটন স্পোর্টস ওভালে (Lavington Sports Oval) হবে এই রোমাঞ্চকর ম্যাচ। ভারতীয় সময় অনুসারে (IST) ১০টায় খেলা শুরু হবে। সরাসরি টিভিতে খেলা দেখতে পাবেন সোনি স্পোর্টস নেটওয়ার্কে (Sony Sports Network)। অনলাইনে দেখতে পাবেন সোনি- লিভ (Sony Liv App) অ্যাপে।
Year-End Special #BBL fixtures are on the cards tonight ?⤵️@ThunderBBL ? @HurricanesBBL@StrikersBBL ⚔️ @StarsBBL
Stream ✌️ entertaining #BBL12 contests, LIVE on #SonyLIV ?? pic.twitter.com/E3sSuLfz50
— Sony LIV (@SonyLIV) December 30, 2022