২৯ ডিসেম্বর সিডনিতে বিগ ব্যাশ লিগের ২০ নম্বর ম্যাচে পার্থ স্কর্চার্সের (Perth Scorchers) মুখোমুখি হবে মেলবোর্ন স্টার্স (Melbourne Stars)। চলতি চ্যাম্পিয়নশিপে অ্যাডিলেড স্ট্রাইকার্সকে (Adelaide Strikers) সরিয়ে শীর্ষে ওঠার পূর্ণ সম্ভাবনা রয়েছে অ্যাশটন টার্নারের (Ashton Turner) নেতৃত্বাধীন স্করচার্সের। চার ম্যাচের তিনটিতে জয় নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে থাকা স্করচার্স টানা দুই ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়ে। স্ট্রাইকার্সকে তিন উইকেটে হারিয়ে পরের ম্যাচে নামবে তারা। অধিনায়ক টার্নারের অপরাজিত ৪৮ রানের সুবাদে ১৩৪ রান তাড়া করতে নেমে ৫ বল হাতে রেখেই ম্যাচসেরা হন তিনি। লেগ-স্পিনার অ্যাডাম জাম্পার (Adam Zampa) নেতৃত্বাধীন দ্য স্টার্সের অভিযান মোটেই ভালো যাচ্ছে না। চার ম্যাচে দুই পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে তারা। সিডনি সিক্সার্সের কাছে সাত উইকেটে হেরে পরের ম্যাচে নামবে তারা।
জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা (ভারতীয় সময় অনুসারে)
২৯ ডিসেম্বর বিগ ব্যাশ লিগের ২০ নম্বর ম্যাচে মুখোমুখি হবে পার্থ স্কর্চার্স (Perth Scorchers) এবং মেলবোর্ন স্টার্স (Melbourne Stars)।পার্থ স্টেডিয়াম, পার্থ (Perth Stadium, Perth) হবে এই রোমাঞ্চকর ম্যাচ। ভারতীয় সময় অনুসারে (IST) ১ঃ৪৫-এ খেলা শুরু হবে। সরাসরি টিভিতে খেলা দেখতে পাবেন সোনি স্পোর্টস নেটওয়ার্কে (Sony Sports Network)। অনলাইনে দেখতে পাবেন সোনি- লিভ (Sony Liv App) অ্যাপে।
Be assured of a #BBL classic when @RenegadesBBL take on @SixersBBL with ? on ? spot ?
Watch ??????????? #BBL12 action from Down Under ??, LIVE on #SonyLIV ?? pic.twitter.com/fIwa3YQtYu
— Sony LIV (@SonyLIV) December 28, 2022