Bangladesh Premier League 2023 Live Streaming in India: রংপুর রাইডার্স বনাম চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা
Rangpur Riders (Photo Credit: Bangladesh Cricket/ Twitter)

আজ ৮ ফেব্রুয়ারি বুধবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ (Bangladesh Premier League)-এর ৪০ নম্বর ম্যাচে মুখোমুখি হবে রংপুর রাইডার্স (Rangpur Riders) ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স (Chattogram Challengers)। ঢাকার শের-ই-বাংলা স্টেডিয়ামে (Sher-e-Bangla National Stadium, Dhaka) অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ১১ ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে। যেখানে রংপুর রাইডার্স ১০টি ম্যাচ খেলে ১৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে। শেষবার যখন দু'দল মুখোমুখি হয় তখন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৫৫ রানে হারিয়েছে রংপুর রাইডার্স। প্রথমে ব্যাট করে ১৭৯ রান তোলে রাইডার্স। যেখানে ১২৪ রানে অলআউট হয়ে যায় চ্যালেঞ্জার্স। মাত্র ৪৫ বলে ৭৫ রান করে ম্যাচসেরা হন পাকিস্তানের শোয়েব মালিক (Shoaib Malik)।

কবে, কোথায় আয়োজিত হবে রংপুর রাইডার্স বনাম চট্টগ্রাম চ্যালেঞ্জার্স?

৮ ফেব্রুয়ারি, ঢাকার শের-ই-বাংলা স্টেডিয়ামে (Sher-e-Bangla National Stadium, Dhaka) রংপুর রাইডার্স বনাম চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ম্যাচটি অনুষ্ঠিত হবে।

কখন থেকে শুরু হবে রংপুর রাইডার্স বনাম চট্টগ্রাম চ্যালেঞ্জার্স?

বাংলাদেশ প্রিমিয়ার লিগের রংপুর রাইডার্স বনাম চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৬ঃ০০টায়।

জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা

ভারতে খেলা সম্প্রচার করবে ফ্যানকোড (FanCode)। এ ছাড়া র‍্যাবিটহোলবিডি স্পোর্টসের (Rabbitholebd Sports) ইউটিউব চ্যানেলও খেলা দেখতে পারবেন ভক্তরা। এয়ারটেল টিভি (Airtel Tv) এবং জিও টিভি (Jio Tv) মোবাইল ব্যবহারকারীদের টি-২০ ক্রিকেট লিগ সম্পর্কে আপডেট পেতে সহায়তা করবে।