বাংলাদেশ প্রিমিয়ার লিগ (Bangladesh Premier League) ২০২৩-এর দ্বিতীয় ম্যাচে শুক্রবার মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স (Comilla Victorians) ও রংপুর রাইডার্স (Rangpur Riders)। গত আসরের ফাইনালে ফরচুন বরিশালকে (Fortune Barishal) এক রানে হারিয়ে শিরোপা জিতেছিল ভিক্টোরিয়ান্স। দশ ম্যাচে ছয় জয়ে দ্বিতীয় স্থানে থেকে গ্রুপ পর্ব শেষ করে তারা। তারকা পেসার মুস্তাফিজুর রহমান (Mustafizur Rahman) ১১ ম্যাচে ১৯ উইকেট নিয়ে শীর্ষে ছিলেন। গত মৌসুমে ভিক্টোরিয়ান্সের হয়ে সবচেয়ে বেশি রান করেছিলেন দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ ব্যাটসম্যান ফাফ ডু প্লেসিস (Faf du Plessis)। তবে এই মরসুমে সুনীল নারিন (Sunil Narine), মঈন আলি (Moeen Ali), ফাফ ডু প্লেসিসের (Faf du Plessis) মতো তারকাদের অভাব বোধ করলেও নভেম্বরে খসড়ার সময় তারা মোহাম্মদ রিজওয়ান (Mohammad Rizwan) ও শাহীন আফ্রিদির (Shaheen Afridi) মতো পাকিস্তানি ক্রিকেটারদের সই করাতে সক্ষম হয়। একটি চুক্তি নিয়ে লিগ কর্তৃপক্ষের সঙ্গে মতবিরোধের কারণে গত দুই মরসুমে রংপুর রাইডার্স (Rangpur Riders) খেলতে পারেনি। ২০১৭ সালের আসরের বিজয়ীরা শক্তিশালী স্কোয়াড নিয়ে এবারের আসরের প্রত্যাবর্তন ঘটাচ্ছে। তারা সিকান্দার রাজা (Sikander Raza), হারিস রউফ (Haris Rauf), শোয়েব মালিক (Shoaib Malik), পাথুম নিসানকার (Pathum Nissanka) মতো বিদেশী প্রতিভাদের পাশাপাশি নুরুল হাসানের (Nurul Hasan) মতো তারকা ক্রিকেটারদের সাথে চুক্তি করেছেন।
কবে, কোথায় আয়োজিত হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম রংপুর রাইডার্স?
৬ জানুয়ারি, ঢাকার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে (Sher-e-Bangla National Cricket Stadium in Dhaka) কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম রংপুর রাইডার্সের ম্যাচটি অনুষ্ঠিত হবে।
কখন থেকে শুরু হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম রংপুর রাইডার্স?
বাংলাদেশ প্রিমিয়ার লিগের কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম রংপুর রাইডার্স ম্যাচ শুরু হবে ভারতীয় সময় ৬ঃ৩০টায়।
জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা
ভারতে খেলা সম্প্রচার করবে ফ্যানকোড (FanCode)। এ ছাড়া র্যাবিটহোলবিডি স্পোর্টসের (Rabbitholebd Sports) ইউটিউব চ্যানেলও খেলা দেখতে পারবেন ভক্তরা। এয়ারটেল টিভি (Airtel Tv) এবং জিও টিভি (Jio Tv) মোবাইল ব্যবহারকারীদের টি-২০ ক্রিকেট লিগ সম্পর্কে আপডেট পেতে সহায়তা করবে।
? Match-1
Comilla Victorians ? Rangpur Riders
?️ 6 January, 2023
? 7:15 PM (BST)
? SBNCS, Dhaka
The Riders will be looking forward start their BPL campaign with a win!
#Joyerlorai pic.twitter.com/3btaJPUMH2
— Rangpur Riders (@RangpurRider) January 5, 2023