আজ ২৮ জানুয়ারি সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে (Sylhet International Stadium) খুলনা টাইগার্সের (Khulna Tigers) বিপক্ষে মাঠে নামবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ( Comilla Victorians)। শুরুটা কঠিন হলেও শেষ চারটি জয়ে সাত ম্যাচে আট পয়েন্ট নিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (Bangladesh Premier League) টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে তারা। এই মুহূর্তে টানা চার জয়ে উচ্ছ্বসিত ভিক্টোরিয়ানরা। ঢাকা ডমিনেটার্সকে ৬০ রানের নিশ্চিত ব্যবধানে হারায় তারা। ৪ ওভারে ২৪ রান দিয়ে ২ উইকেট তুলে নিয়ে দ্রুত ক্যামিও করে ৩০ রান করা খুশদিল শাহ (Khushdil Shah) ব্যতিক্রমী পারফরমেন্স উপহার দেন। অন্যদিকে, খুলনা টাইগার্স বাস্তব ধারাবাহিকতা ধরে রাখতে হিমশিম খাচ্ছে। ছয় ম্যাচে দুই জয় ও চার ড্রয়ে চার পয়েন্ট রয়েছে তাঁদের। তুলনামূলক কম রানে ঢাকা ডমিনেটার্সের (Dhaka Dominators) বিপক্ষে শেষ ম্যাচে হেরেছে টাইগার্সরা। কুমিল্লার বিপক্ষে ইতিবাচক ফলাফলের আশায় থাকবে তারা।
কবে, কোথায় আয়োজিত হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম খুলনা টাইগার্স?
২৮ জানুয়ারি, সিলেটের সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে (Sylhet International Cricket Stadium) কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম খুলনা টাইগার্সের ম্যাচটি অনুষ্ঠিত হবে।
কখন থেকে শুরু হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম খুলনা টাইগার্স?
বাংলাদেশ প্রিমিয়ার লিগেরকুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম খুলনা টাইগার্সের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ১ঃ০০টায়।
জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা
ভারতে খেলা সম্প্রচার করবে ফ্যানকোড (FanCode)। এ ছাড়া র্যাবিটহোলবিডি স্পোর্টসের (Rabbitholebd Sports) ইউটিউব চ্যানেলও খেলা দেখতে পারবেন ভক্তরা। এয়ারটেল টিভি (Airtel Tv) এবং জিও টিভি (Jio Tv) মোবাইল ব্যবহারকারীদের টি-২০ ক্রিকেট লিগ সম্পর্কে আপডেট পেতে সহায়তা করবে।
BPL T20 2023: Match Day 14
Match 27: Comilla Victorians vs Premier Bank Khulna Tigers
Watch the match Live on Daraz app: https://t.co/Fisx68v30S & Nagorik TV#BPL | #BCB | #Cricket pic.twitter.com/mSGd4fXV7T
— Bangladesh Cricket (@BCBtigers) January 28, 2023