Fortune Barishal (Photo Credit: Fortune Barishal/Twitter)

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২৩-এর শুক্রবার বিকেলের ম্যাচে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে (Zahur Ahmed Chowdhury Stadium) ফরচুন বরিশালের (Fortune Barishal) বিপক্ষে মাঠে নামবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স (Chattogram Challengers)। দুই দলই টুর্নামেন্টে একই রকম রাইড উপভোগ করছে, কারণ তারা একটি করে ম্যাচ জিতেছে এবং হেরেছে। সিলেট স্ট্রাইকার্সের (Sylhet Strikers) বিপক্ষে আট উইকেটে হার দিয়ে লিগ শুরু করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। প্রথম ইনিংসে ২০ ওভারে মাত্র ৮৯ রান তোলে দলটি। তবে খুলনা টাইগার্সের (Khulna Tigers) বিপক্ষে দ্বিতীয় ম্যাচে নিজেদের উজাড় করে দিয়েছে তারা। ১৯.২ ওভারে ১৭৯ রান তাড়া করে ৯ উইকেটে জয় তুলে নেয় চ্যালেঞ্জার্স। দুই পয়েন্ট নিয়ে লিগ টেবিলে পঞ্চম স্থানে রয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। অন্যদিকে ফরচুন বরিশাল ২০২৩ সালের বিপিএলে তৃতীয় স্থান দখল করে আছে। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে উদ্বোধনী ম্যাচেও ছয় উইকেটে হারের স্বাদ পেয়েছে বরিশাল। তবে পরের ম্যাচে রংপুর রাইডার্সকে ছয় উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলের খাতা খোলে তারা।

কবে, কোথায় আয়োজিত হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম ফরচুন বরিশাল?

১৩ জানুয়ারি, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে (Zahur Ahmed Chowdhury Stadium) চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম ফরচুন বরিশালের ম্যাচটি অনুষ্ঠিত হবে।

কখন থেকে শুরু হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম ফরচুন বরিশাল?

বাংলাদেশ প্রিমিয়ার লিগের চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম ফরচুন বরিশাল ম্যাচ শুরু হবে ভারতীয় সময় ১ঃ০০টায়।

জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা

ভারতে খেলা সম্প্রচার করবে ফ্যানকোড (FanCode)। এ ছাড়া র‍্যাবিটহোলবিডি স্পোর্টসের (Rabbitholebd Sports) ইউটিউব চ্যানেলও খেলা দেখতে পারবেন ভক্তরা। এয়ারটেল টিভি (Airtel Tv) এবং জিও টিভি (Jio Tv) মোবাইল ব্যবহারকারীদের টি-২০ ক্রিকেট লিগ সম্পর্কে আপডেট পেতে সহায়তা করবে।