বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৩-এ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে (Zahur Ahmed Chowdhury Ahmed Stadium) মুখোমুখি হবে ঢাকা ডমিনিয়েটরস (Dhaka Dominiators) এবং সিলেট স্ট্রাইকার্স (Sylhet Strikers)। চলতি মরশুমে দুই ম্যাচে এক জয় ও এক হারে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে রয়েছে চ্যালেঞ্জার্স। চলতি মরশুমে দুই ম্যাচে এক জয় ও এক হারে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে রয়েছে ডমিনেটররা। শেষ পাঁচ ম্যাচে সব ক'টি ম্যাচেই জয় পেয়েছে চ্যালেঞ্জার্স। শুভাগত হোমের (Shuvagata Home) নেতৃত্বাধীন চট্রগ্রাম চ্যালেঞ্জার্স শেষ ম্যাচে খুলনা টাইগার্সকে ৯ উইকেটে হারিয়েছে। প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৭৮ রান করে ইয়াসির আলির (Yasir Ali) দল। ১০৩ রান করে ম্যাচের সেরা হন উসমান খান (Usman Khan)। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে শেষ ম্যাচে ৬২ রানে হেরেছে ঢাকা ডমিনেটার্স। প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ২০১ রান করে মাশরাফি বাহিনী। স্ট্রাইকার্সের তৌহিদ হৃদয় (Towhid Hridoy) ৮৪ রানের জন্য ম্যাচের সেরা হয়েছেন।
কবে, কোথায় আয়োজিত হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম ঢাকা ডমিনেটার্স?
১৪ জানুয়ারি, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে (Zahur Ahmed Chowdhury Stadium) চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম ঢাকা ডমিনেটার্সের ম্যাচটি অনুষ্ঠিত হবে।
কখন থেকে শুরু হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম ঢাকা ডমিনেটার্স?
বাংলাদেশ প্রিমিয়ার লিগের চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম ঢাকা ডমিনেটার্সের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় ৬ঃ০০টায়।
জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা
ভারতে খেলা সম্প্রচার করবে ফ্যানকোড (FanCode)। এ ছাড়া র্যাবিটহোলবিডি স্পোর্টসের (Rabbitholebd Sports) ইউটিউব চ্যানেলও খেলা দেখতে পারবেন ভক্তরা। এয়ারটেল টিভি (Airtel Tv) এবং জিও টিভি (Jio Tv) মোবাইল ব্যবহারকারীদের টি-২০ ক্রিকেট লিগ সম্পর্কে আপডেট পেতে সহায়তা করবে।
BPL T20 2023: Match day 06
Match 12: Chattogram Challengers vs Dhaka Dominators
Watch the match Live on Daraz app: https://t.co/Fisx68v30S & Nagorik TV#BPL | #BCB | #Cricket pic.twitter.com/AkTEV0PFGn
— Bangladesh Cricket (@BCBtigers) January 14, 2023