BPL 2023 (Photo Credit: Bangladesh Cricket/ Facebook)

শনিবার ৭ জানুয়ারি মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে (Shere Bangla National Stadium) বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২৩-এর চতুর্থ ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের (Sylhet Strikers) বিপক্ষে মাঠে নামবে ফরচুন বরিশাল (Fortune Barishal)। গত মরসুমে গ্রুপ পর্বের দশ ম্যাচে সাত জয় নিয়ে গত আসরের পয়েন্ট টেবিলের শীর্ষে থাকলেও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের (Comilla Victorian) বিপক্ষে ফাইনালে হেরেছে ফরচুন বরিশাল। গত মরসুমে ১১ ইনিংসে ২৮৪ রান ও ১৬ উইকেট নিয়ে তাদের সেরা পারফর্মার ছিলেন অধিনায়ক সাকিব আল হাসান (Shakib Al Hasan)। গত মরসুমে গ্রুপ পর্বের দশ ম্যাচে মাত্র এক জয়ে শেষ করে সিলেট স্ট্রাইকার্স (Sylhet Strikers)। কিন্তু গত শুক্রবার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের (Chattogram Challengers) বিপক্ষে বড় আটের জয় দিয়ে এবারের আসর শুরু করেছে তারা। তরুণ পেসার রেজাউর রহমানের (Rejaur Rahman) ৪ উইকেটের দরুন ৯ উইকেটে মাত্র ৮৯ রানে থামে চ্যালেঞ্জার্স।

কবে, কোথায় আয়োজিত হবে ফরচুন বরিশাল বনাম সিলেট স্ট্রাইকার্স?

৭ জানুয়ারি, ঢাকার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে (Sher-e-Bangla National Cricket Stadium in Dhaka)ফরচুন বরিশাল বনাম সিলেট স্ট্রাইকার্সের ম্যাচটি অনুষ্ঠিত হবে।

কখন থেকে শুরু হবে ফরচুন বরিশাল বনাম সিলেট স্ট্রাইকার্স?

বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফরচুন বরিশাল বনাম সিলেট স্ট্রাইকার্স ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় ৬ঃ৩০টায়।

জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা

বিপিএল ২০২৩ সরাসরি দেখানো হবে গাজী টিভি (Gazi TV) ও মাছরাঙা টিভিতে (Maasranga TV)। এই চ্যানেলগুলো তিন বছরের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছ থেকে সফলভাবে সম্প্রচার স্বত্ব কিনেছে। বিপিএলের সরাসরি সম্প্রচারের জন্য তারা প্রায় ৮২ মিলিয়ন ডলার ব্যয় করেছে। বাংলাদেশে এই দুটি চ্যানেল ব্যবহার করে আপনার পছন্দের প্লেয়ারদের খেলা দেখতে পারবেন। আইওএস ও অ্যানড্রয়েড ডিভাইসে সরাসরি সম্প্রচারের জন্য বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা র‍্যাবিটহোলবিডি (Rabbitholebd) ব্যবহার করতে পারেন।