ঢাকা, ১৭ নভেম্বর: গত ২৯ অক্টোবর আইসিসি-র নির্বাসন থেকে মুক্তি পেয়েছেন বাংলাদেশ ক্রিকেটের অলরাউন্ডার শাকিব আল হাসান (Shakib Al Hasan)। একটা বিপত্তি কাতে না কাটতেই প্রাণনাশের হুমকি। হ্যাঁ শাকিবকে ফেসবুকে কুপিয়ে খুনের হুমকি দিল বাংলাদেশের সিলেটের এক যুবক। দিন দুয়েক আগেই কালীপুজোর উদ্বোধনে পেট্রোপোল সীমান্ত দিয়ে কলকাতায় আসেন শাকিব। বেলেঘাটার এক কালীপুজোর উদ্বোধন সেরে গত শুক্রবার সন্ধ্যার ফ্লাইটে দেশেও ফিরে যান তিনি। এরপর রবিবার রাত ১২টা বেজে সাত মিনিটি ফেসবুক লাইভে অলরাউন্ডারকে খুনের হুমকি দেয় এক যুবক। অভিযুক্তের নাম মহসিন তালুকদার। সে সিলেটের শাহপুর তালুকদার পাড়ায় থাকে। দেশে খ্যাতনামা ক্রিকেটারকে সোশ্যাল মিডিয়ায় টুকরো টুকরো করে মেরে ফেলার হুমকির খবর ভাইরাল হতে সময় নেয়নি।
অভিযুক্তের বক্তব্য, শাকিবকে খুনের জন্য মহসিন সিলেট থেকে হেঁটে ঢাকায় আসবে। খবর পেয়েই অভিযুক্তকে গ্রেপ্তার করতে আসরে নেমেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত ডেপুটি কমিশনার বিএম আশরাফল্লা তাহের। তিনি বলেন, “সবে মাত্র হত্যার হুমকি ভিডিওটি সম্পর্কে জানতে পেরেছি। ভিডিওর লিঙ্কটি সাইবার ফরেন্সিক টিমের কাছে হস্তান্তর করা হয়েছে। এই বিষয়ে খুব শিগগির আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” পরে অবশ্যে ফের ফেসবুক লাইভে এসে নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চায় অভিযুক্ত যুবক। এবং শাকিব-সহ সমস্ত সেলেবদের সঠিক পথ অনুসরণের পরামর্শও দেয় সে। এই প্রসঙ্গে ঢাকা মেড্রোপলিটন পুলিশের তরপে জানানো হয়েছে, এটা শুধু মানহানিই নয়, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার উদ্যোগও। দুটি ভিডিওই ফেসবুক থেকে সরিয়ে ফেলা হয়েছে। আরও পড়ুন-Moderna COVID-19 Vaccine: কোভিড প্রতিষেধকের ক্লিনিক্যাল ট্রায়ালে অসামান্য সাফল্য, মার্কিন বায়োটেক মডের্নার সঙ্গে আলোচনায় ভারত
গত ৬ নভেম্বর আমেরিকা থেকে ফেরেন শাকিব। তারপর কালীপুজোর উদ্বোধনে ককাতায় এসেছিলেন। সংবাদ মাধ্যমের ছবিতে প্রতিমার সামনে তাঁকে প্রার্থনার ভঙ্গিতে দেখা যাওয়ার পরেই এই অপ্রীতিকর ঘটনাটি ঘটেছে। শুধু খুনের হুমকিই নয়। সঙ্গে অকথ্য গালিগালাজও সহ্য করতে হয়েছে অলরাউন্ডারকে। পরিবারের নিরাপত্তার স্বার্থে শেষপর্যন্ত ক্ষমা চেয়েছেন শাকিব।