ইশ সোধির কেরিয়ার সেরা ৩৯ রানে ৬ উইকেটের ইনিংসের সুবাদে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৮৬ রানের জয় পেয়েছে নিউজিল্যান্ড। তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে তারা। ব্যাট হাতে নিউজিল্যান্ডকে ২৫৪ রানে পৌঁছে দেওয়ার পর প্রথমবারের মতো পাঁচ উইকেট শিকার করে বাংলাদেশকে ১৬৮ রানে অলআউট করে দেন সোধি। ট্রেন্ট বোল্টের বলে প্যাডে আঘাত পাওয়ার পর প্রথম ওভারেই লেগ বিফোর সিদ্ধান্ত পাল্টাতে গিয়ে রিভিউ নেন লিটন দাস। ওপেনাররা অবশ্য রান করতে পারেননি বোল্ট ও কাইল জেমিসনের সামনে। সঠিক বল করে লিটন ও তামিম ইকবালকে আটকে রাখেন তাঁরা। জেমিসনের বলে আপার-কাটের চেষ্টায় ৬ রান করে লিটন ফিরে যান। ৫৮ বলে ৪৪ রান করা তামিমকে কিছুটা ছন্দে মনে হলেও শেষ পর্যন্ত শিকার হন সোধির। BAN vs NZ 2nd ODI: তানজিমের বদলে দলে হাসান মাহমুদ, আন্তর্জাতিক অভিষেক খালেদ আহমেদের
Ish Sodhi stars in massive win for New Zealand 🌟#BANvNZ 📝: https://t.co/JZckUMw2d4 pic.twitter.com/3QRqn4VX9G
— ICC (@ICC) September 23, 2023
তানজিদ হাসানও ১৬ রানে আউট হন, এবারও উইকেট নেন সোধি। একই ওভারে সোধিকে ক্যাচ দিয়ে সৌম্য সরকার দুই বলে শূন্য রানে আউট হয়ে ফিরে যান। তৌহিদ হৃদয়কে ৪ রানে বোল্ড করে তৃতীয় উইকেট তুলে নেন সোধি। তামিম-মাহমুদউল্লাহ জুটি ২২ রানের জুটি গড়েন। তামিম যখন ক্রিজ ছাড়েন তখন বাংলাদেশ ৫ উইকেটে ৯২ রানে। এরপর মাহমুদউল্লাহর সঙ্গে ৪২ রানের জুটি গড়েন মেহেদী হাসান। তবে, মেহেদি সোধির বলে ১৭ রান করে বোল্ড হয়ে তার সঙ্গ ত্যাগ করেন। কয়েক ওভার পর কোল ম্যাককঞ্চি আউট করেন মাহমুদউল্লাহকে। আক্রমণে ফিরে ষষ্ঠ উইকেট তুলে নিয়ে হাসান মাহমুদকে গুগলি দিয়ে বোল্ড করেন সোধি।
এর আগে বাংলাদেশের পেসার ও স্পিনাররা একে অপরের পরিপূরক হয়ে সুশৃঙ্খল বোলিংয়ে নিউজিল্যান্ডকে আটকে রাখে। মুস্তাফিজুর রহমানের ২ উইকেটের পর মেহেদী ও খালেদ আহমেদ নেন তিনটি করে উইকেট। টম ব্লান্ডেল ৬৬ বলে ৬৮ রান করে ইনিংসকে পুনরুজ্জীবিত করেন এবং হেনরি নিকোলসের (৪৯) সাথে চতুর্থ উইকেটে ৯৫ রানের জুটি গড়েন। কিন্তু বাংলাদেশ দ্রুত উইকেটে আঘাত হানে এবং ইশ সোধির ৩৫ রানের সুবাদে তারা ২৫০ রানের গণ্ডি পার করে। নিউজিল্যান্ডের অধিনায়ক লকি ফার্গুসন প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন, উইল ইয়ং ৮ বলে শূন্য রানে ফিরে যাওয়ায় শুরুতেই ধাক্কা খায় নিউজিল্যান্ড, মুস্তাফিজুরের বলে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। রচিন রবীন্দ্র ইতিবাচকভাবে শুরু করে ব্লান্ডেলের সঙ্গে ২৬ রান যোগ করেন। এরপর ব্লান্ডেলের গুরুত্বপূর্ণ উইকেটটি তুলে নেন মাহমুদ। নাসুম আহমেদের বলে এলবিডব্লিউ হয়ে আউট হন ম্যাককঞ্চি।