BAN vs NZ (Photo Credit: Bangladesh Cricket/ X)

বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের দ্বিতীয় টেস্ট যেন সিলেট টেস্টে পুরো বিপরীত। প্রথম টেস্টে যেখানে প্রথম দিনে প্রায় ৩০০ রান উঠেছিল সেখানে ঢাকা টেস্টে স্পিনিং পিচে দুই দলের খেলায় আমূল পরিবর্তন নজরে এসেছে। প্রথম দিনেই সেই কারণে দুই দল মিলিয়ে পড়েছে মোট ১৫টি উইকেট। আজ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ কিন্তু শুরু থেকেই কিউই স্পিনাররা বেশ চাপে রাখে দলকে এবং প্রথম সেশনেই ৪ টি উইকেট পড়ে যায় এরপর মুশফিকুর রহিম ভালো স্পিন খেলায় কিছুটা সামলে নিলেও হাত দিয়ে বল আটকাতে গিয়ে আউট হন এবং এরপর বাকি উইকেট পড়তে বেশী সময় লাগেনি বাংলাদেশ দলের।

মাত্র ১৭২ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ যেখানে এজাজ প্যাটেল ২ টি, গ্লেন ফিলিপ্স এবং মিচেল স্যান্থনার তিনটি করে উইকেট নেন। এরপর ব্যাট করতে নেমে কিউইদের অবস্থা হয়ে যায় আরও করুণ এবং দিনের শেষে ৫ উইকেট ৫৫ রানে আজকের খেলা শেষ করে। এখানেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় স্পিন এবং তিনটি উইকেট নেন মেহেদী হাসান মিরাজ এবং বাকি দুটি উইকেট আসে তাইজুল ইসলামের ঝুলিতে। আগামীকাল কিউইদের হয়ে ব্যাটিং করতে আসবেন হেনরি নিকোলস এবং গ্লেন ফিলিপ্স, তারা এখনও পিছিয়ে ১১৭ রানে। আজ খারাপ আলোর কারণে খেলা তাড়াতাড়ি শেষ হয়ে যায়। Mushfiqur Rahim Handling The Ball Video: হাত দিয়ে বল আটকানোর চেষ্টা, দেখুন ঢাকা টেস্টে মুশফিকুর রহিমের আজব আউট

দেখুন স্কোরকার্ড