Bangladesh Test Team (Photo Credit: ICC/ Twitter)

আগামী ৪ এপ্রিল আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচ খেলতে মাঠে নামবে বাংলাদেশ। ঢাকার শের-এ বাংলা জাতীয় স্টেডিয়ামে (Sher-e-Bangla National Stadium) অনুষ্ঠিত হবে এই আসর। আসন্ন টেস্টের জন্য দলে রয়েছে অনেক পরিবর্তন। বাংলাদেশের টেস্ট দলে জায়গা পেয়েছেন সাকিব আল হাসান ও লিটন দাস। টেস্ট শেষ হলেই তাদের আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সে যোগ দেবেন এই দুজন। এদিকে, দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএলে খেলতে ভারতে পৌঁছেছেন পেসার মুস্তাফিজুর রহমান। ভারতের বিপক্ষে বাংলাদেশের শেষ টেস্ট দলে ছিলেন সাকিব আল হাসান ও লিটন দাস। এছাড়া তামিম ইকবাল, সাদমান ইসলাম, এবাদত হোসেন, শোরিফুল ইসলামের মতো ক্রিকেটাররা দলে ফিরেছেন। আঙুলের চোটে ছিটকে যাওয়া জাকির হাসানের জায়গায় দলে এসেছেন শাদমান ইসলাম। এছাড়া নাসুম আহমেদ, ইয়াসির আলী, নুরুল হাসান, আনামুল হক ও রেজাউর রহমান রাজাকে বাদ দেওয়া হয়েছে। অন্যদিকে, এটি বাংলাদেশের বিপক্ষে আয়ারল্যান্ডের প্রথম টেস্ট ম্যাচ। এর আগে মাত্র তিনটি টেস্ট ম্যাচ খেলেছে তারা এবং সবকটিতেই হেরেছে তারা।

কবে, কোথায় আয়োজিত হবে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড টেস্ট ম্যাচ?

৪ এপ্রিল, ঢাকার শের-এ বাংলা জাতীয় স্টেডিয়ামে (Sher-e-Bangla National Stadium) বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে।

কখন থেকে শুরু হবে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড টেস্ট ম্যাচ?

আয়ারল্যান্ডের বাংলাদেশ সিরিজের, বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড টেস্ট ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সকাল ৯টায়।

জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা

ভারতে খেলা সম্প্রচার করবে ফ্যানকোড (FanCode)। এয়ারটেল টিভি (Airtel Tv) এবং জিও টিভি (Jio Tv) মোবাইল ব্যবহারকারীদের টি-২০ ক্রিকেট লিগ সম্পর্কে আপডেট পেতে সহায়তা করবে।