আগামী ৪ এপ্রিল আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচ খেলতে মাঠে নামবে বাংলাদেশ। ঢাকার শের-এ বাংলা জাতীয় স্টেডিয়ামে (Sher-e-Bangla National Stadium) অনুষ্ঠিত হবে এই আসর। আসন্ন টেস্টের জন্য দলে রয়েছে অনেক পরিবর্তন। বাংলাদেশের টেস্ট দলে জায়গা পেয়েছেন সাকিব আল হাসান ও লিটন দাস। টেস্ট শেষ হলেই তাদের আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সে যোগ দেবেন এই দুজন। এদিকে, দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএলে খেলতে ভারতে পৌঁছেছেন পেসার মুস্তাফিজুর রহমান। ভারতের বিপক্ষে বাংলাদেশের শেষ টেস্ট দলে ছিলেন সাকিব আল হাসান ও লিটন দাস। এছাড়া তামিম ইকবাল, সাদমান ইসলাম, এবাদত হোসেন, শোরিফুল ইসলামের মতো ক্রিকেটাররা দলে ফিরেছেন। আঙুলের চোটে ছিটকে যাওয়া জাকির হাসানের জায়গায় দলে এসেছেন শাদমান ইসলাম। এছাড়া নাসুম আহমেদ, ইয়াসির আলী, নুরুল হাসান, আনামুল হক ও রেজাউর রহমান রাজাকে বাদ দেওয়া হয়েছে। অন্যদিকে, এটি বাংলাদেশের বিপক্ষে আয়ারল্যান্ডের প্রথম টেস্ট ম্যাচ। এর আগে মাত্র তিনটি টেস্ট ম্যাচ খেলেছে তারা এবং সবকটিতেই হেরেছে তারা।
Itinerary: Ireland tour of Bangladesh 2023#BCB | #Cricket | #BANvIRE pic.twitter.com/LZy67QWNmV
— Bangladesh Cricket (@BCBtigers) March 15, 2023
কবে, কোথায় আয়োজিত হবে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড টেস্ট ম্যাচ?
৪ এপ্রিল, ঢাকার শের-এ বাংলা জাতীয় স্টেডিয়ামে (Sher-e-Bangla National Stadium) বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে।
কখন থেকে শুরু হবে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড টেস্ট ম্যাচ?
আয়ারল্যান্ডের বাংলাদেশ সিরিজের, বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড টেস্ট ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৯ঃ৩০টায়।
জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা
Broadcasting Partners for Modhumoti Bank Limited ODI Series | Bangladesh vs Ireland#BCB | #Cricket | #BANvIRE pic.twitter.com/OQarWBI9GO
— Bangladesh Cricket (@BCBtigers) March 18, 2023
এই সিরিজ সরাসরি দেখানো হবে গাজী টিভিতে (Gazi TV) ও টি স্পোর্টসে (T Sports) বাংলাদেশে এই দুটি চ্যানেল ব্যবহার করে আপনার পছন্দের প্লেয়ারদের খেলা দেখতে পারবেন। আইওএস ও অ্যানড্রয়েড ডিভাইসে সরাসরি সম্প্রচারের জন্য বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা র্যাবিটহোলবিডি (Rabbitholebd) ব্যবহার করতে পারেন।