BAN vs IRE Test 2023 (Photo Credit: Bangladesh Cricket/ Twitter)

আজ ৭ এপ্রিল আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচের চতুর্থ দিনে মাঠে নামবে বাংলাদেশ। ঢাকার শের-এ বাংলা জাতীয় স্টেডিয়ামে (Sher-e-Bangla National Stadium) অনুষ্ঠিত হচ্ছে এই আসর। ঢাকা টেস্টের তৃতীয় দিনে আয়ারল্যান্ডের ৮ উইকেট নিয়ে চাপে রাখার চেষ্টায় বাংলাদেশ। তবে লরকান টাকার প্রথম আইরিশ ব্যাটসম্যান হিসেবে দেশের বাইরে শতরানের (১০৮) সুবাদে কিছুটা ঘুরে দাঁড়াতে সক্ষম হয় আয়ারল্যান্ড। হ্যারি টেক্টর ৫৬ রান করে আউট হন। ৭১ রানে অপরাজিত রয়েছেন অ্যান্ডি ম্যাকব্রাইন সঙ্গে ৯ রান করে রয়েছেন গ্রাহাম হুমে। বাংলাদেশের বিপক্ষে ১৩১ রানে এগিয়ে রয়েছে আয়ারল্যান্ড। তাইজুল ইসলাম নিয়েছেন ৩টি এবং সাকিব আল হাসান নিয়েছেন ২টি উইকেট। একটি করে উইকেট নিয়েছেন শোরিফুল ইসলাম ও এবাদত হোসেন। এর আগে মুশফিকুর রহিমের ১২৬ রানের সুবাদে প্রথম ইনিংসে আয়ারল্যান্ডের ২১৪ রানের জবাবে ৩৬৯ রান করে বাংলাদেশ। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন আয়ারল্যান্ডের অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নি।

কবে, কোথায় আয়োজিত হবে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড টেস্ট চতুর্থ দিন?

৭ এপ্রিল, ঢাকার শের-এ বাংলা জাতীয় স্টেডিয়ামে (Sher-e-Bangla National Stadium) বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড টেস্ট চতুর্থ দিন অনুষ্ঠিত হবে।

কখন থেকে শুরু হবে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড টেস্ট চতুর্থ দিন?

আয়ারল্যান্ডের বাংলাদেশ সিরিজের, বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড টেস্ট চতুর্থ দিন শুরু হবে ভারতীয় সময় সকাল ৯টায়।

জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা

ভারতে খেলা সম্প্রচার করবে ফ্যানকোড (FanCode)। এয়ারটেল টিভি (Airtel Tv) এবং জিও টিভি (Jio Tv) মোবাইল ব্যবহারকারীদের টি-২০ ক্রিকেট লিগ সম্পর্কে আপডেট পেতে সহায়তা করবে।