আজ ৭ এপ্রিল আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচের চতুর্থ দিনে মাঠে নামবে বাংলাদেশ। ঢাকার শের-এ বাংলা জাতীয় স্টেডিয়ামে (Sher-e-Bangla National Stadium) অনুষ্ঠিত হচ্ছে এই আসর। ঢাকা টেস্টের তৃতীয় দিনে আয়ারল্যান্ডের ৮ উইকেট নিয়ে চাপে রাখার চেষ্টায় বাংলাদেশ। তবে লরকান টাকার প্রথম আইরিশ ব্যাটসম্যান হিসেবে দেশের বাইরে শতরানের (১০৮) সুবাদে কিছুটা ঘুরে দাঁড়াতে সক্ষম হয় আয়ারল্যান্ড। হ্যারি টেক্টর ৫৬ রান করে আউট হন। ৭১ রানে অপরাজিত রয়েছেন অ্যান্ডি ম্যাকব্রাইন সঙ্গে ৯ রান করে রয়েছেন গ্রাহাম হুমে। বাংলাদেশের বিপক্ষে ১৩১ রানে এগিয়ে রয়েছে আয়ারল্যান্ড। তাইজুল ইসলাম নিয়েছেন ৩টি এবং সাকিব আল হাসান নিয়েছেন ২টি উইকেট। একটি করে উইকেট নিয়েছেন শোরিফুল ইসলাম ও এবাদত হোসেন। এর আগে মুশফিকুর রহিমের ১২৬ রানের সুবাদে প্রথম ইনিংসে আয়ারল্যান্ডের ২১৪ রানের জবাবে ৩৬৯ রান করে বাংলাদেশ। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন আয়ারল্যান্ডের অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নি।
Modhumoti Bank Limited Test Match: Bangladesh vs Ireland | Day 03
Ireland lead by 131 runs | End of the Day 03
Full Match Details: https://t.co/Z3aZkoKdc1#BCB | #Cricket | #BANvIRE pic.twitter.com/H2zFAxegNP
— Bangladesh Cricket (@BCBtigers) April 6, 2023
কবে, কোথায় আয়োজিত হবে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড টেস্ট চতুর্থ দিন?
৭ এপ্রিল, ঢাকার শের-এ বাংলা জাতীয় স্টেডিয়ামে (Sher-e-Bangla National Stadium) বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড টেস্ট চতুর্থ দিন অনুষ্ঠিত হবে।
কখন থেকে শুরু হবে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড টেস্ট চতুর্থ দিন?
আয়ারল্যান্ডের বাংলাদেশ সিরিজের, বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড টেস্ট চতুর্থ দিন শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৯ঃ৩০টায়।
জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা
Broadcasting Partners for Modhumoti Bank Limited ODI Series | Bangladesh vs Ireland#BCB | #Cricket | #BANvIRE pic.twitter.com/OQarWBI9GO
— Bangladesh Cricket (@BCBtigers) March 18, 2023
এই সিরিজ সরাসরি দেখানো হবে গাজী টিভিতে (Gazi TV) ও টি স্পোর্টসে (T Sports) বাংলাদেশে এই দুটি চ্যানেল ব্যবহার করে আপনার পছন্দের প্লেয়ারদের খেলা দেখতে পারবেন। আইওএস ও অ্যানড্রয়েড ডিভাইসে সরাসরি সম্প্রচারের জন্য বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা র্যাবিটহোলবিডি (Rabbitholebd) ব্যবহার করতে পারেন।