আজ ৬ এপ্রিল আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচের তৃতীয় দিনে মাঠে নামবে বাংলাদেশ। ঢাকার শের-এ বাংলা জাতীয় স্টেডিয়ামে (Sher-e-Bangla National Stadium) অনুষ্ঠিত হচ্ছে এই আসর। দ্বিতীয় দিনের খেলার শেষে করেছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসের শেষে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ২৯ রান করে আয়জকদের থেকে ১২৮ রানে পিছিয়ে ছিল আয়ারল্যান্ড। ঢাকায় দ্বিতীয় দিনের খেলা শেষে মুশফিকর রহিমের শতরানের সুবাদে আয়ারল্যান্ডের প্রথম ইনিংসের সংগ্রহ ছাড়িয়ে যায় বাংলাদেশ। মুশফিকর এবং সাকিবের জুটির সাহায্যে বাংলাদেশ প্রথম ইনিংসে ৩৬৯ রান তোলে। এর আগে প্রথম ইনিংসে আয়ারল্যান্ডকে ২১৪ রানে আটকে দেয় বাংলাদেশ। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড।
Modhumoti Bank Limited Test Match: Bangladesh vs Ireland | Day 02
Ireland trail by 128 runs.
Full Match Details: https://t.co/Z3aZkoKdc1#BCB | #Cricket | #BANvIRE pic.twitter.com/stvybmL5bf— Bangladesh Cricket (@BCBtigers) April 5, 2023
কবে, কোথায় আয়োজিত হবে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড টেস্ট তৃতীয় দিন?
৬ এপ্রিল, ঢাকার শের-এ বাংলা জাতীয় স্টেডিয়ামে (Sher-e-Bangla National Stadium) বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড টেস্ট তৃতীয় দিন অনুষ্ঠিত হবে।
কখন থেকে শুরু হবে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড টেস্ট তৃতীয় দিন?
আয়ারল্যান্ডের বাংলাদেশ সিরিজের, বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড টেস্ট তৃতীয় দিন শুরু হবে ভারতীয় সময় সকাল ৯টায়।
জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা
ভারতে খেলা সম্প্রচার করবে ফ্যানকোড (FanCode)। এয়ারটেল টিভি (Airtel Tv) এবং জিও টিভি (Jio Tv) মোবাইল ব্যবহারকারীদের টি-২০ ক্রিকেট লিগ সম্পর্কে আপডেট পেতে সহায়তা করবে।