আজ ১৪ মে, শুক্রবার আয়ারল্যান্ডের বিপক্ষে তিনটি একদিবসীয় ম্যাচের সিরিজের তৃতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। ৩ ম্যাচের সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় একদিনের ম্যাচ শুরুতেই বৃষ্টির কারণে বন্ধ হয়ে যায়। দেরির পর টস হলে ম্যাচ ৪৫ ওভারের করা হয়। টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। আয়ারল্যান্ড ৪৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩১৯ করে। আইরিশদের হয়ে দুর্দান্ত শতরান করেন হ্যারি ট্যাক্টর, মাত্র ১১২ বলে ১৪০ রান করেন তিনি। এছাড়া অধিনায়ক আন্ড্রু বালবিরিন ৪২ রান এবং জর্জ ডকরেল ৭৪ রান করেন। বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট নেন হাসান মাহমুদ, শোরিফুল ইসলাম। এরপর রান তাড়া করতে নেমে কেরিয়ারের প্রথম শতক করেন নাজিমুল হোসেন শান্ত, ৯৩ বলে ১১২ রান করেন এবং ৬৮ রান করেন তৌহিদ হৃদয়। আর কোনো ব্যাটসম্যান ভালো রান করতে না পারলেও ৩ বল বাকী থাকতেই জয় তুলে নেয় বাংলাদেশ।
Bangladesh Tour of Ireland
Ireland Vs Bangladesh | 3rd ODI 🏏
Watch Live on: https://t.co/LuCEbDdY9Hhttps://t.co/qCHxxgZtKy ( https://t.co/TIoRcWqDxj OR https://t.co/I6Ajp2hRMV)#BCB | #Cricket | #IREvBAN pic.twitter.com/Xc3UEyU5ud— Bangladesh Cricket (@BCBtigers) May 14, 2023
কবে, কোথায় আয়োজিত হবে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড তৃতীয় একদিবসীয় ম্যাচ?
১৪ মে চেমসফোর্ডে কাউন্টি গ্রাউন্ডে (County Ground, Chelmsford) মুখোমুখি হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড।
কখন থেকে শুরু হবে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড তৃতীয় একদিবসীয় ম্যাচ?
বাংলাদেশের আয়ারল্যান্ড সফরের দ্বিতীয় ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ৩টে ১৫ মিনিটে।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড তৃতীয় একদিবসীয় ম্যাচ
বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড তৃতীয় একদিবসীয় ম্যাচ টিভিতে সম্প্রচার করা হবে না।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড তৃতীয় একদিবসীয় ম্যাচ
সরাসরি অনলাইনে দেখতে পাবেন ফ্যান কোড (FanCode) অ্যাপে।