আজ ২৯ মার্চ বুধবার আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে (Zahur Ahmed Chowdhury Stadium, Chattogram) অনুষ্ঠিত হবে এই আসর। প্রথম ম্যাচে ডিএলএস মেথডে ২২ রানে জিতে সিরিজ শুরু করে বাংলাদেশ। প্রথমে ব্যাট করতে নেমে ১৯.২ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৭ রান তোলে টাইগাররা। রনি তালুকদার ৩৮ বলে ৬৭ রান এবং লিটন দাস ২৩ বলে ৪৭ রান করেন। আইরিশ বোলারদের মধ্যে গ্যারেথ ডেলানি ২১ রান দিয়ে ৩ উইকেট নেন। বৃষ্টির কারণে আট ওভারে ১০৪ রানের সংশোধিত টার্গেট পায় আয়ারল্যান্ড। তাসকিন আহমেদ ৩ উইকেট তুলে নেন যার ফলস্বরূপ আট ওভারে পাঁচ উইকেটে ৮১ রান সংগ্রহ করে আয়ারল্যান্ড।
Modhumoti Bank Limited T20i Series: Bangladesh vs Ireland: 2nd T20i 🏏
Watch the Match Live on: Gazi TV, T-Sports, Rabbithole, Toffee
Full Match Details: https://t.co/uOMTygM4BP#BCB | #Cricket | #BANvIRE pic.twitter.com/X3Y73RoKjF
— Bangladesh Cricket (@BCBtigers) March 28, 2023
কবে, কোথায় আয়োজিত হবে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড দ্বিতীয় টি-২০ ম্যাচ?
২৯ মার্চ, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে (Zahur Ahmed Chowdhury Stadium, Chattogram) বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড দ্বিতীয় টি-২০ ম্যাচটি অনুষ্ঠিত হবে।
কখন থেকে শুরু হবে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড দ্বিতীয় টি-২০ ম্যাচ?
আয়ারল্যান্ডের বাংলাদেশ সিরিজের, বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড দ্বিতীয় টি-২০ ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।
জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা
এই সিরিজ সরাসরি দেখানো হবে গাজী টিভিতে (Gazi TV) ও টি স্পোর্টসে (T Sports) বাংলাদেশে এই দুটি চ্যানেল ব্যবহার করে আপনার পছন্দের প্লেয়ারদের খেলা দেখতে পারবেন। আইওএস ও অ্যানড্রয়েড ডিভাইসে সরাসরি সম্প্রচারের জন্য বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা র্যাবিটহোলবিডি (Rabbitholebd) ব্যবহার করতে পারেন।