একদিবসীয় সিরিজে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করার পর এবার টি-২০ সিরিজে আইরিশদের মুখোমুখি হবে বাংলাদেশ। আজ ২৭ মার্চ সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে (Zahur Ahmed Chowdhury Stadium, Chattogram) শুরু হবে সিরিজের প্রথম টি-২০ ম্যাচ। আয়ারল্যান্ড সর্বশেষ তামিম ইকবালের দলের বিপক্ষে আন্তর্জাতিক সিরিজে ২-০-এ সিরিজ হেরেছে। তবে টি-২০ সিরিজে বাংলা টাইগার্সের নেতৃত্বে দেবেন সাকিব-অল-হাসান। টি-টোয়েন্টি সিরিজে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করার পর বাংলাদেশের দল হবে প্রচণ্ড আত্মবিশ্বাসী। চট্টগ্রামের পিচে প্রথম ইনিংসের গড় ১৫৯। এই পিচ মূলত স্পিনারদের সাহায্য করে। এই ট্র্যাকে অবশ্য পেসারদের খুব পরিশ্রম করতে হবে, কারণ ডেক থেকে তারা খুব বেশি সাহায্য পাবে না এবং উইকেট পাওয়া অবশ্যই তাদের বোলিং বৈচিত্র্যের উপর উল্লেখযোগ্যভাবে নির্ভর করবে।
বাংলাদেশর একদিবসীয় সিরিজ জয়ের কিছু মুহূর্ত
Modhumoti Bank Limited ODI Series: 3rd ODI | Bangladesh vs Ireland
Bangladesh win the three-match series 2-0 🔥
Modhumoti Bank Limited Player of the Match:
Hasan Mahmud of Bangladesh 5/32 Wickets
Modhumoti Bank Limited Player of the Series:
Mushfiqur Rahim of Bangladesh pic.twitter.com/a8uP7hYJXJ
— Bangladesh Cricket (@BCBtigers) March 23, 2023
কবে, কোথায় আয়োজিত হবে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড প্রথম টি-২০ ম্যাচ?
২৭ মার্চ, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে (Zahur Ahmed Chowdhury Stadium, Chattogram) বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড প্রথম টি-২০ ম্যাচটি অনুষ্ঠিত হবে।
কখন থেকে শুরু হবে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড প্রথম টি-২০ ম্যাচ?
আয়ারল্যান্ডের বাংলাদেশ সিরিজের, বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড প্রথম টি-২০ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ১ঃ৩০টায়।
জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা
ভারতে খেলা সম্প্রচার করবে ফ্যানকোড (FanCode)। এয়ারটেল টিভি (Airtel Tv) এবং জিও টিভি (Jio Tv) মোবাইল ব্যবহারকারীদের টি-২০ ক্রিকেট লিগ সম্পর্কে আপডেট পেতে সহায়তা করবে।