টি-টোয়েন্টি সিরিজে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করার পর এবার আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। আজ ১৮ মার্চ শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম একদিনের ম্যাচ। আয়ারল্যান্ড সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছে জানুয়ারিতে জিম্বাবয়ের বিপক্ষে। একদিবসীয় সিরিজে তামিম ইকবালের নেতৃত্বে খেলবেন বাংলা টাইগার্স। সিলেটে তিনটি একদিবসীয় ম্যাচের সমাপ্তির পর একটি টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে। সংক্ষিপ্ত ফরম্যাটের ম্যাচ শেষ হলে মিরপুরে একটি নির্জন টেস্ট ম্যাচেও মুখোমুখি হবে দলগুলো। প্রথম একদিনের কথা বলতে গেলে সিলেটের মাঠের সর্বোচ্চ সুবিধা নিতে চাইবে দলগুলো। বাংলাদেশ ও আয়ারল্যান্ড এর আগে দশবার একদিনের ম্যাচে মুখোমুখি হয়েছিল, যেখানে বাংলাদেশ ৭ বার জিতেছে, এবং আয়ারল্যান্ড দুইবার জিতেছে।
Modhumoti Bank Limited ODI Series: Bangladesh vs Ireland: 1st ODI
Watch the Match Live on: Gazi TV, T-Sports, Rabbithole, Toffee
Full Match Details: https://t.co/XF1l0IbdQz#BCB | #Cricket | #BANvIRE pic.twitter.com/TW8wgyrqEM— Bangladesh Cricket (@BCBtigers) March 18, 2023
কবে, কোথায় আয়োজিত হবে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড প্রথম একদিবসীয় ম্যাচ?
১৮ মার্চ, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে (Sylhet International Cricket Stadium) বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড প্রথম একদিবসীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে।
কখন থেকে শুরু হবে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড প্রথম একদিবসীয় ম্যাচ?
আয়ারল্যান্ডের বাংলাদেশ সিরিজের, বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড প্রথম একদিবসীয় ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ১ঃ৩০টায়।
জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা
ভারতে খেলা সম্প্রচার করবে ফ্যানকোড (FanCode)। এয়ারটেল টিভি (Airtel Tv) এবং জিও টিভি (Jio Tv) মোবাইল ব্যবহারকারীদের টি-২০ ক্রিকেট লিগ সম্পর্কে আপডেট পেতে সহায়তা করবে।