আগামী ৬ মার্চ সিরিজের তৃতীয় ও শেষ একদিনের ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও ইংল্যান্ড। ইংল্যান্ড যেহেতু ইতিমধ্যেই ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে, তাই শেষ ম্যাচটি হবে বাংলাদেশের জন্য মুখরক্ষার। তবে সিরিজটা ইতিবাচকভাবে শেষ করে আত্মবিশ্বাসের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজে নামার চেষ্টা করবে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে (Zahur Ahmed Chowdhury Stadium, Chattogram) অনুষ্ঠিত হবে এবারের আসর। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দ্বিতীয় একদিনের ম্যাচ ১৩২ রানে জিতে ২০১৬ সালের পর বাংলাদেশের ঘরের মাঠে সাতটি দ্বিপক্ষীয় একদিবসীয় সিরিজ জয়ের ধারাবাহিকতাও শেষ করেছে ইংল্যান্ড। ঘরের মাঠে সর্বশেষ ১৫টি দ্বিপক্ষীয় একদিনের সিরিজের মধ্যে মাত্র দুটিতে হেরেছে টাইগাররা। আর দুটিতেই তাদের পরাজয় হয়েছে ইংল্যান্ডের বিপক্ষে। পাঁচ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা তামিম ইকবাল এখন আশা করছেন, সিরিজের শেষ ম্যাচে ক্লিন সুইপ এড়াতে।
প্র্যাকটিসে বাংলাদেশ দল
Bangladesh Cricket Team Training at the ZACS (05 March 2023)#BCB | #Cricket | #BANvENG pic.twitter.com/b4CgoaaRGg
— Bangladesh Cricket (@BCBtigers) March 5, 2023
কবে, কোথায় আয়োজিত হবে বাংলাদেশ বনাম তৃতীয় একদিবসীয় ম্যাচ?
৬ মার্চ, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে (Zahur Ahmed Chowdhury Stadium, Chattogram) বাংলাদেশ বনাম ইংল্যান্ড তৃতীয় একদিবসীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে।
কখন থেকে শুরু হবে বাংলাদেশ বনাম ইংল্যান্ড তৃতীয় একদিবসীয়?
ইংল্যান্ডের বাংলাদেশ সিরিজের, বাংলাদেশ বনাম ইংল্যান্ড তৃতীয় একদিবসীয় ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১২টায়।
জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা
এই সিরিজ সরাসরি দেখানো হবে গাজী টিভিতে (Gazi TV) ও টি স্পোর্টসে (T Sports) বাংলাদেশে এই দুটি চ্যানেল ব্যবহার করে আপনার পছন্দের প্লেয়ারদের খেলা দেখতে পারবেন। আইওএস ও অ্যানড্রয়েড ডিভাইসে সরাসরি সম্প্রচারের জন্য বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা র্যাবিটহোলবিডি (Rabbitholebd) ব্যবহার করতে পারেন।
Modhumoti Bank Limited ODI Series: Bangladesh vs England broadcasters in different territories pic.twitter.com/9IKeWZC6bY
— Bangladesh Cricket (@BCBtigers) February 28, 2023