Dawid Malan, BAN vs ENG ODI Series 2023 (Photo Credit: Bangladesh Cricket/ Twitter)

শুক্রবার ৩ মার্চ মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় একদিবসীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও ইংল্যান্ড। উদ্বোধনী ম্যাচে জিতে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ইংল্যান্ড। তবে সফরকারীরা প্রথম দিকে দ্রুত উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায়। আয়োজক দল মাত্র ২০৯ রান রক্ষা করতে সক্ষম হয়। নাজমুল শান্তর ৮২ বলে ৫৮ এবং মাহামুদুল্লাহর ৩১ রানের গুরুত্বপূর্ণ ইনিংস তাদের লড়াইয়ের জন্য স্কোর করতে সাহায্য করে। প্রথম চার উইকেট মাত্র ৬৫ রান করে হারায় ইংল্যান্ড। এক সময় তারা ৭ উইকেটে ১৬১ রানে লড়াই করছিল। কিন্তু ডেভিড মালানের অপরাজিত সেঞ্চুরিতে মাত্র আট বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড। স্পিনার তাইজুল ইসলাম ৩টি এবং মেহেদী হাসান মিরাজ ২টি করে উইকেট নেন।

কবে, কোথায় আয়োজিত হবে বাংলাদেশ বনাম দ্বিতীয় প্রথম একদিবসীয় ম্যাচ?

৩য় মার্চ, ঢাকার শের-ই-বাংলা স্টেডিয়ামে (Sher-e-Bangla National Stadium, Dhaka) বাংলাদেশ বনাম ইংল্যান্ড দ্বিতীয় একদিবসীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে।

কখন থেকে শুরু হবে বাংলাদেশ বনাম ইংল্যান্ড দ্বিতীয় একদিবসীয়?

ইংল্যান্ডের বাংলাদেশ সিরিজের, বাংলাদেশ বনাম ইংল্যান্ড দ্বিতীয় একদিবসীয় ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সকাল ১১ঃ৩০টায়।

জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা

ভারতে খেলা সম্প্রচার করবে ফ্যানকোড (FanCode)। এয়ারটেল টিভি (Airtel Tv) এবং জিও টিভি (Jio Tv) মোবাইল ব্যবহারকারীদের টি-২০ ক্রিকেট লিগ সম্পর্কে আপডেট পেতে সহায়তা করবে।