বাংলাদেশে ইংল্যান্ডের সফরে রয়েছে তিন ম্যাচের একদিনের এবং টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের প্রথম দুটি একদিনের ম্যাচ শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ইংল্যান্ড এই সিরিজে তাদের কিছু তারকা ক্রিকেটারদের ছাড়াই মাঠে নামবে। তাঁর কারণ, টেস্ট সিরিজের পর জো রুট ও বেন ডাকেট এখনও নিউজিল্যান্ডেই রয়েছেন। প্রথমবারের মতো ইংল্যান্ডের একদিনের দলে জায়গা পেয়েছেন স্পিনার রেহান আহমেদ। জেমস ভিন্সও দলে ফিরেছেন। টম অ্যাবেল প্রথমে ১৫ সদস্যের দলে থাকলেও শ্রীলঙ্কায় ইংল্যান্ড লায়ন্সের হয়ে খেলতে গিয়ে চোট পান এবং সিরিজ থেকে ছিটকে যান। অন্যদিকে, বাংলাদেশ দলের প্রধান কোচ রূপে ফিরছেন চন্দিকা হাথুরুসিংহে, তিনি এর আগে ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত এই দায়িত্ব পালন করেছেন। ম্যাচের ৪৮ ঘণ্টা আগে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ফেরার পর সিরিজের প্রথম ম্যাচে অনিশ্চিত সাকিব আল হাসান। সিরিজের আগে মাঠের বাইরে সাকিব ও একদিবসীয় অধিনায়ক তামিম ইকবালের মধ্যে বেশ টানাপোড়েন ছিল। আশা করা যায়, সেটি বাংলাদেশের খেলাকে প্রভাবিত না করে।
Modhumoti Bank Limited ODI Series: Bangladesh vs England: 1st ODI
Full Match Details: https://t.co/V5xk224Siy
Watch the Match Live on: Gazi TV, T-Sports, Rabbithole #BCB | #Cricket | #BANvENG pic.twitter.com/H0NO6Zt1GU— Bangladesh Cricket (@BCBtigers) February 28, 2023
কবে, কোথায় আয়োজিত হবে বাংলাদেশ বনাম ইংল্যান্ড প্রথম একদিবসীয় ম্যাচ?
১লা মার্চ, ঢাকার শের-ই-বাংলা স্টেডিয়ামে (Sher-e-Bangla National Stadium, Dhaka) বাংলাদেশ বনাম ইংল্যান্ড প্রথম একদিবসীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে।
কখন থেকে শুরু হবে বাংলাদেশ বনাম ইংল্যান্ড প্রথম একদিবসীয়?
ইংল্যান্ডের বাংলাদেশ সিরিজের, বাংলাদেশ বনাম ইংল্যান্ড প্রথম একদিবসীয় ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সকাল ১১ঃ৩০টায়।
জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা
ভারতে খেলা সম্প্রচার করবে ফ্যানকোড (FanCode)। এয়ারটেল টিভি (Airtel Tv) এবং জিও টিভি (Jio Tv) মোবাইল ব্যবহারকারীদের টি-২০ ক্রিকেট লিগ সম্পর্কে আপডেট পেতে সহায়তা করবে।
Modhumoti Bank Limited ODI Series: Bangladesh vs England broadcasters in different territories pic.twitter.com/9IKeWZC6bY— Bangladesh Cricket (@BCBtigers) February 28, 2023