আজ ১১ জুলাই থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আয়োজিত হবে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচ। দ্বিতীয় ম্যাচে মুশফিকুর রহিম ৬৯ রান করে বাংলাদেশের পক্ষে একমাত্র লড়াই করলেও তা যথেষ্ট ছিল না এবং বাংলাদেশ আফগানিস্তানের কাছে ১৪২ রানে হেরে যায়। তারই সঙ্গে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যায় আফগানিস্তান। রহমানুল্লাহ গুরবাজের কেরিয়ার সেরা ১৪৫ ও ইব্রাহিম জাদরানের ১০০ রানের জুটিতে শনিবার চট্টগ্রামে দ্বিতীয় ওয়ানডেতে অসহায় বাংলাদেশের বিপক্ষে ৯ উইকেটে ৩৩১ রান তোলে আফগানিস্তান। ম্যাচের শুরুতে আফগান ওপেনাররা তাদের ২৫৬ রানের উদ্বোধনী জুটির মাধ্যমে বিশাল রান সংগ্রহ করে। এর আগে বৃষ্টিবিঘ্নিত প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ১৭ রানে (ডিএলএস পদ্ধতিতে) হারিয়েছে আফগানিস্তান। VVS Laxman as Head Coach: এশিয়ান গেমস ছাড়াও আয়ারল্যান্ড সফরে ভারতের কোচ হতে পারেন ভিভিএস লক্ষ্মণ
Winning Selfie! 🤳
AfghanAtalan pose for a selfie after taking an unassailable 2-0 lead in the three-match ODI series against @BCBtigers. 🤩👏#AfghanAtalan | #BANvAFG2023 | #XBull pic.twitter.com/hdMDO9Gn2J
— Afghanistan Cricket Board (@ACBofficials) July 8, 2023
কবে, কোথায় আয়োজিত হবে বাংলাদেশ বনাম আফগানিস্তান তৃতীয় একদিবসীয় ম্যাচ?
১১ জুলাই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে (Zahur Ahmed Chowdhury Stadium, Chattogram) তৃতীয় একদিবসীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান।
কখন থেকে শুরু হবে বাংলাদেশ বনাম আফগানিস্তান তৃতীয় একদিবসীয় ম্যাচ?
বাংলাদেশ বনাম আফগানিস্তান তৃতীয় একদিবসীয় ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ১ঃ৩০টায়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন বাংলাদেশ বনাম আফগানিস্তান তৃতীয় একদিবসীয় ম্যাচ
বাংলাদেশ বনাম আফগানিস্তান তৃতীয় একদিবসীয় ম্যাচটি ভারতে টেলিভিশনে সম্প্রচার করা হবে না।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন বাংলাদেশ বনাম আফগানিস্তান তৃতীয় একদিবসীয় ম্যাচ
বাংলাদেশ বনাম আফগানিস্তান তৃতীয় একদিবসীয় ম্যাচ অনলাইনে সরাসরি সম্প্রচার করা হবে ফ্যান কোডে (FanCode)।