আজ ২২ জুন অ্যান্টিগার নর্থ সাউন্ডের স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ভারতের বিপক্ষে সুপার এইট ম্যাচের আগে বাংলাদেশি ক্রিকেটার তাসকিন আহমেদ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ২০২৪ সেমিফাইনালে তার দলের অগ্রগতির সম্ভাবনা নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। ভারতের বিপক্ষে ম্যাচের পর বৃহস্পতিবার আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। দ্বিতীয় রাউন্ডে নিজেদের আগের ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ২৮ রানে হারলেও শেষ দুই ম্যাচে শতভাগ দিতে বদ্ধপরিকর নাজমুল হোসেন শান্তের দল। এই প্রসঙ্গে বাংলাদেশি পেসার বলেন, 'সামনে চ্যালেঞ্জ থাকলেও আমরা আমাদের সম্ভাবনা নিয়ে আশাবাদী। পিচের কন্ডিশন অনুকূলে থাকলেও জয় সহজে আসবে না। তবে আমরা হাল ছাড়তে নারাজ। বাকি দুটো ম্যাচ জিততে পারলে সেমিফাইনালে জায়গা নিশ্চিত হয়ে যাবে। এমনকি আবহাওয়া যদি পরের ম্যাচে আমাদের এক পয়েন্টের মধ্যে সীমাবদ্ধ করে দেয়, তবুও আমাদের শেষ ম্যাচ জিতে এগিয়ে যাওয়ার সুযোগ থাকবে।' IND XI Against BAN, Super 8: বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ সুপার এইটে ম্যাচ দুবের পরিবর্তে খেলবেন সঞ্জু?
সুপার এইটে অগ্রসর হওয়ার পরে বাংলাদেশ যথেষ্ট আত্মবিশ্বাসী ছিল তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে পরাজয় তাদের কিছুটা হতাশ করেছে। তারপরও বাংলাদেশ তাদের শক্তিশালী এশিয়ান প্রতিবেশীদের বিপক্ষে খেলতে নিজেদের সেরাটা দিয়ে খেলতে চাইবে। বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটসম্যান এবং বোলাররা টপ অর্ডারের খুব বেশি ভালো প্রদর্শন না করা সত্ত্বেও তারা গ্রুপ অফ ডেথ থেকে সেরা আটে জায়গা করে নিয়েছে। তবে সুপার এইটের গণ্ডি পেরিয়ে যেতে হলে এই ম্যাচে জিততেই হবে নাজমুল হোসেনের দলকে। এবারের বিশ্বকাপে ডানহাতি ব্যাটারদের বিপক্ষে ৭৩ বলে ৮ উইকেট নিয়েছেন তানজিম হাসান সাকিব। ফর্মের বাইরে থাকা ভারতীয় ওপেনারদের জন্য মারাত্মক হুমকি হয়ে উঠতে পারেন তিনি।
এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত পাঁচ ইনিংসে তিনটি ভিন্ন ওপেনিং জুটি নিয়ে তানজিদ হাসান ব্যাটিং করতে নিয়েছেন এরপরও বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম ওপেনিং জুটি মাত্র দুই ওভারে টিকে আছে। সবথেকে বেশী সমস্যায় রয়েছেন লিটন দাস, টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৮ ইনিংসে লিটন দাসের একমাত্র ৫০+ স্কোর এসেছিল যখন তিনি শেষবার অ্যাডিলেডে ভারতের বিপক্ষে খেলেছিলেন।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, সাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও তানজিম সাকিব।