আইসিসির ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে রয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম (Babar Azam)। কিন্তু ওয়ানডে ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে বাবর থাকলেও শুভমন গিল (Shubman Gill) মাত্র ২ রেটিং পয়েন্টেই পিছিয়ে রয়েছেন। বাংলাদেশের বিপক্ষে মাত্র ৯ রানের ইনিংস খেলার মূল্য দিতে হয়েছে পাকিস্তান অধিনায়ককে। এদিকে, বিশ্বকাপে সাত ইনিংসে এই ডানহাতি ব্যাটসম্যানের মোট রান ২১৬। ভারতের হয়ে তাঁর সবচেয়ে কাছের চ্যালেঞ্জার শুভমন গিল এখনও চার ইনিংসে মাত্র ১০৪ রান করেও শীর্ষ স্থানে আসতে পারেননি। তবে চ্যালেঞ্জারদের তালিকায় আরও এগিয়ে আসছেন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ ওপেনার ডেভিড ওয়ার্নার (David Warner) বিশ্বকাপে ৪১৩ রান করে এক ধাপ উন্নতি করে চতুর্থ স্থানে উঠে এসেছেন। অন্যদিকে ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) টুর্নামেন্টে ৩৯৮ রান করে তিন ধাপ উন্নতি করে পঞ্চম স্থানে উঠে এসেছেন। ICC ODI Ranking: পুরো নয় ধাপের লম্বা লাফ! প্রথমবার আইসিসির এক নম্বর বোলার শাহীন শাহ আফ্রিদি
Shaheen Afridi races to the top of the @MRFWorldwide ICC Men's ODI Bowler Rankings, while Rohit Sharma enters the top-5 on the batting charts 📈
More ➡ https://t.co/Pa4cZa3MeT pic.twitter.com/JvTjZPm7jN— ICC (@ICC) November 1, 2023
নেদারল্যান্ডসের অধিনায়ক স্কট এডওয়ার্ডস (Scott Edwards) ওয়ানডে ব্যাটসম্যানদের তালিকায় আরেকটি নজরকাড়া মুভার, তিনি বিশ্বকাপে ছয় ইনিংসে ২০৪ রান করে ১১ ধাপ এগিয়ে ১৬ তম স্থানে উঠে এসেছেন। বিশ্বকাপ থেকে বাংলাদেশ থেকে ছিটকে যাওয়ার পর এবং ব্যক্তিগতভাবে ভালো পারফর্ম না করলেও ওয়ানডে অলরাউন্ডারদের তালিকায় শীর্ষেই আছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান (Shakib Al Hasan), দক্ষিণ আফ্রিকার বাঁহাতি ব্যাটসম্যান মার্কো জ্যানসেন (Marco Jansen) তাঁর দুরন্ত বোলিং এবং অনবদ্য ব্যাটিং করে দুই ধাপ এগিয়ে নবম স্থানে রয়েছে। এছাড়া নিউজিল্যান্ডের তরুণ রচিন রবীন্দ্র (Rachin Ravindra ) ১৪ ধাপ এগিয়ে ১৭তম স্থানে উঠে এসেছেন।