দুই ম্যাচের টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ২-০ তে গুঁড়িয়ে দেয়ার পর অস্ট্রেলিয়া বেশ ভালো মেজাজে থাকলেও এবার ভালো দল দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে তাঁরা। অস্ট্রেলিয়া মূলত আগামী বছর ডব্লিউটিসি ফাইনালে (WTC finals) তাদের স্থান নিশ্চিত করেছে, এবং দক্ষিণ আফ্রিকা ডব্লিউটিসি ফাইনালের জন্য শীর্ষ প্রার্থীদের মধ্যে একটি। ভারতের বিরুদ্ধে আরও কঠিন সিরিজ খেলতে নামার আগে অস্ট্রেলিয়া কোনও কিছুকেই হালকাভাবে নিতে চাইবে না। ডব্লিউটিসি'র ফাইনালে খেলার সুযোগ পেতে হলে দক্ষিণ আফ্রিকাকে এই সিরিজে অন্তত একটি টেস্ট জিততে হবে। এই সিরিজে চ্যালেঞ্জ নিতে হলে তাদের অধিনায়ক ডিন এলগারের (Dean Elgar) প্রয়োজন হবে শক্তিশালী ব্যাটিং ও বোলিং। এই সময়ে তাদের ব্যাটিং অনভিজ্ঞ তাই প্রোটিয়াদের কাছে সিরিজ কিছুটা কঠিন হবে।
জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা (ভারতীয় সময় অনুসারে)
১৭ ডিসেম্বর ব্রিসবেনের গাবাতে (Gabba) অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে।। ভারতীয় সময় অনুসারে (IST) ভোর ৫ঃ৫০-এ খেলা শুরু হবে। সরাসরি টিভিতে খেলা দেখতে পাবেন সোনি স্পোর্টস নেটওয়ার্কে (Sony Sports Network)। অনলাইনে দেখতে পাবেন সোনি- লিভ (Sony Liv App) অ্যাপে ।
𝑬𝑽𝑬𝑹𝒀𝑻𝑯𝑰𝑵𝑮 𝑻𝑶 𝑷𝑳𝑨𝒀 𝑭𝑶𝑹 👊@CricketAus 🇦🇺 🆚 @ProteasMenCSA 🇿🇦 for supremacy in the longest format 🔴🏏
Will the 𝑨𝒖𝒔𝒔𝒊𝒆𝒔 prevent the 𝑷𝒓𝒐𝒕𝒆𝒂𝒔 from having another fruitful tour Down Under? 🤔
Watch #AUSvSA LIVE on #SonyLIV 📺📲 pic.twitter.com/e8f81LdAZy
— Sony LIV (@SonyLIV) December 14, 2022