Photo Credits: ANI

নয়াদিল্লি: নেদারল্যান্ডসকে (Netherlands) নিয়ে কার্যত দিল্লিতে আয়োজিত বিশ্বকাপের ম্যাচে বুধবার ছেলেখেলা করল অস্টেলিয়া (Australia)। প্রথমে গ্নেন ম্যাক্সওয়েলের ৪০ বলে সেঞ্চুরি একদিনের ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে সবথেকে দ্রুততম শতরানের রেকর্ড এনে দেয় অস্ট্রেলিয়ার ঝুলিতে। তাঁর দুরন্ত ইনিংসের সঙ্গে অন্যদের যোগ্য সঙ্গতে ৫০ ওভারে আট উইকেট হারিয়ে ৩৯৯ রান করেন অজিরা।

অন্যদিকে নেদারল্যান্ডসের হার নিশ্চিত জেনেও যাঁরা কিছুটা প্রতিরোধ আশা করেছিলেন তাঁরা হতাশ হয়ে পড়েন দ্বিতীয় ইনিংস শুরুর প্রথম থেকেই। মাত্র ২১ ওভারে ৯০ রানে অলআউট হয়ে যায় নেদারল্যান্ডস। যার ফলে ৩০৯ রানে জয়ী হয়ে একদিনের ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে সবথেকে বেশি রানে জয়ী (ICC Cricket World Cup's Biggest Win) হওয়া দল হল অস্ট্রেলিয়া। দ্রুততম সেঞ্চুরির দিনেই গড়ে ফেলল নয়া আরও একটি রেকর্ড।

পরে ম্যাচ প্রসঙ্গে এক ক্রিকেটপ্রেমী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "আমরা এখানে ম্যাচ দেখতে এসেছিলাম শুধুমাত্র অস্ট্রেলিয়ার জন্য। অস্ট্রেলিয়ার ফর্ম (form) ফিরে এসেছে। তাদের এখন নিউজিল্যান্ড (New Zealand) ও ইংল্যান্ডের (England) সঙ্গে গুরুত্বপূর্ণ ম্যাচ (crucial matches) বাকি রয়েছে। ম্যাক্সওয়েল আজকে অসাধারণ খেললেন।" আরও পড়ুন: Glenn Maxwell: দিল্লিতে নয়া রেকর্ড, একদিনের বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরি করলেন গ্লেন ম্যাক্সওয়েল

দেখুন ভিডিয়ো: