অ্যাডিলেড ওভালে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ। আজ ম্যাচের দ্বিতীয় দিন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান প্রথম টেস্টের প্রথম দিন ৫৯/২ রানে শেষ করেছে অস্ট্রেলিয়া। বর্তমানে উসমান খোয়াজা ৩০ ও ক্যামেরন গ্রিন ৬ রানে অপরাজিত থাকায় অস্ট্রেলিয়া ১২৯ রানে পিছিয়ে রয়েছে। এর আগে ওয়েস্ট ইন্ডিজকে ১৮৮ রানে গুটিয়ে দেয় অস্ট্রেলিয়া। প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন প্যাট কামিন্স। এরপর অধিনায়ক জশ হ্যাজেলউডের সঙ্গে চারটি করে উইকেট নিয়ে ম্যাচে আধিপত্য বিস্তার করে। এছাড়া এই ম্যাচে মিচেল স্টার্ক ও নাথান লায়ন একটি করে উইকেট নেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে কির্ক ম্যাকেঞ্জি হাফ সেঞ্চুরি করেন। এছাড়া ১১ নম্বরে ব্যাট করতে আসা শামার জোসেফের ৩৬ রান এবং অভিষেকের প্রথম বলেই উইকেট যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে। এই সিরিজে পাকিস্তানকে ৩-০ ব্যবধানে হারানোর পর আত্মবিশ্বাস নিয়ে নেমেছে প্যাট কামিন্সরা। এদিকে গত দুই দশক ধরে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ক্রিকেটে লড়াই করছে ওয়েস্ট ইন্ডিজ। ফরম্যাটে তাদের শেষ ১৯ সাক্ষাতে অস্ট্রেলিয়া ১৫টি টেস্ট জিতেছে এবং চারটি ম্যাচ ড্র হয়েছে। Shamar Joseph Wicket, AUS vs WI: দেখুন, অভিষেকে প্রথম বলেই স্টিভ স্মিথকে আউট করে শামার জোসেফের ইতিহাস
West Indies debutant Shamar Joseph makes a big first impression by claiming the wickets of Steve Smith and Marnus Labuschagne 👀
Scorecard: https://t.co/CHrgi2NLyG#AUSvWI | #WTC25 pic.twitter.com/LPSwIK3IEb— ICC (@ICC) January 17, 2024
অস্ট্রেলিয়া দলঃ উসমান খোয়াজা, স্টিভ স্মিথ, মার্নাস লাবুশেন, ক্যামেরন গ্রিন, ট্র্যাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), নাথান লায়ন, জশ হ্যাজেলউড।
ওয়েস্ট ইন্ডিজ দলঃ ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), আলিক আথানাজে, আলজারি জোসেফ, কার্ক ম্যাকেঞ্জি, আলজারি জোসেফ, আলজারি জোসেফ, জাস্টিন গ্রিভস, কেমার রোচ, শামার জোসেফ।
কবে, কোথায় আয়োজিত হবে অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট, দ্বিতীয় দিন?
১৮ জানুয়ারি অ্যাডিলেড ওভালে (Adelaide Oval) ২০২৩-২৪ বিগ ব্যাশ লিগ ম্যাচে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট, দ্বিতীয় দিন।
কখন থেকে শুরু হবে অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট, দ্বিতীয় দিন?
অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট, দ্বিতীয় দিন ম্যাচ শুরু হবে ভারতীয় সময় ভোর ৫টায়।
জেনে নিন টিভিতে কোথায় দেখবেন অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট, দ্বিতীয় দিন
ভারতে সরাসরি টিভিতে অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট, দ্বিতীয় দিন দেখবেন স্টার স্পোর্টসে নেটওয়ার্কে।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট, দ্বিতীয় দিন
সরাসরি অনলাইনে অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট, দ্বিতীয় দিন দেখতে পাবেন ডিজনি+ হটস্টার (Disney+ Hotstar) অ্যাপে