Nathan Lyon and Mitchell Starc (Photo Credit: ICC/Twitter)

আগামী বছর আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ICC World Test Championship) ফাইনালে ওঠার সম্ভাবনা আরও বাড়িয়ে দিল অস্ট্রেলিয়া। মেলবোর্নে বক্সিং ডে টেস্টে (Boxing Day Test) প্রোটিয়াদের হারিয়ে, তাঁদের আশায় বড় ধাক্কা দিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় টেস্টে ইনিংস ও ১৮২ রানের লজ্জাজনক হারের পর তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা। এই জয়ে প্রোটিয়াদের বিপক্ষে 2-0 ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে অস্ট্রেলিয়া। চতুর্থ দিনে দক্ষিণ আফ্রিকা ১৫/১ থেকে শুরু করে। পঞ্চম উইকেট জুটিতে ৬৩ রানের সংক্ষিপ্ত প্রতিরোধ গড়েন টেম্বা বাভুমা (Temba Bavuma) ও কাইল ভেরেইন (Kyle Verreynne)। নাথান লায়ন (Nathan Lyon), স্কট বোল্যান্ডের (Scott Boland) সাহায্যে দক্ষিণ আফ্রিকাকে দ্বিতীয় ইনিংসে ২০৪ রানে অলআউট করে অস্ট্রেলিয়া। ব্রিসবেনে প্রথম টেস্টে স্বাগতিকদের কাছে দুই দিনের ব্যবধানে ৬ উইকেটে লজ্জাজনক পরাজয়ের পর চার দিনের ব্যবধানে এই জয়। আগামী ৪ জানুয়ারি থেকে সিডনিতে শুরু হবে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট।