আজ ১৩ মার্চ লেজেন্ডস লিগ ক্রিকেট (Legends League Cricket) ২০২৩-এর ৩ নম্বর ম্যাচে মুখোমুখি হবে এশিয়া লায়ন্স এবং ওয়ার্ল্ড জায়ান্টস। কাতারের দোহার ওয়েস্ট এন্ড পার্ক আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ((West End Park International Cricket Stadium) এই প্রতিযোগিতার আয়োজক। দুই দলই নিজেদের উদ্বোধনী ম্যাচে ইন্ডিয়া মহারাজাকে পরাজিত করে আত্মবিশ্বাসের সঙ্গে এই ম্যাচে প্রবেশ করবে।
এশিয়া লায়ন্স: ধীমান ঘোষ, মিসবাহ-উল-হক, উপুল থারাঙ্গা, আসগর আফগান, তিলকরত্নে দিলশান, শহীদ আফ্রিদি, থিসারা পেরেরা, মোহাম্মদ হাফিজ, আব্দুর রাজ্জাক, দিলহারা ফার্নান্দো, ইসুরু উদানা
ওয়ার্ল্ড জায়ান্টস: দিনেশ রামদিন, রস টেলর, অ্যারন ফিঞ্চ, হাশিম আমলা, ক্রিস গেইল, লেন্ডল সিমন্স, রিকার্ডো পাওয়েল, শেন ওয়াটসন, অ্যালবি মর্কেল, জ্যাক ক্যালিস, মর্নি মর্কেল
The #LLCMasters is here! Can’t wait to get some wins. Let’s go! #YahanSabBossHain #LegendsLeagueCricket @llct20 pic.twitter.com/micQfXNzVX— @BrettLee_58 (@BrettLee_58) March 11, 2023
কবে, কোথায় আয়োজিত হবে এশিয়া লায়ন্স বনাম ওয়ার্ল্ড জায়ান্টস, লেজেন্ডস লিগ ক্রিকেট ম্যাচ?
১২ মার্চ কাতারের দোহার ওয়েস্ট এন্ড পার্ক আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ((West End Park International Cricket Stadium) এশিয়া লায়ন্স বনাম ওয়ার্ল্ড জায়ান্টস, লেজেন্ডস লিগ ক্রিকেট ম্যাচটি আয়োজিত হবে।
কখন থেকে এশিয়া লায়ন্স বনাম ওয়ার্ল্ড জায়ান্টস, লেজেন্ডস লিগ ক্রিকেট ম্যাচ?
এশিয়া লায়ন্স বনাম ওয়ার্ল্ড জায়ান্টস, লেজেন্ডস লিগ ক্রিকেট ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত ৮ঃ০০টায়
কোথায় দেখবেন এশিয়া লায়ন্স বনাম ওয়ার্ল্ড জায়ান্টস, লেজেন্ডস লিগ ক্রিকেট-এর সরাসরি সম্প্রচার?
এশিয়া লায়ন্স বনাম ওয়ার্ল্ড জায়ান্টস, লেজেন্ডস লিগ ক্রিকেট ভারতের স্টার স্পোর্টস (Star Sports) টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে।
কোথায় দেখবেন এশিয়া লায়ন্স বনাম ওয়ার্ল্ড জায়ান্টস, লেজেন্ডস লিগ ক্রিকেটের লাইভ স্ট্রিমিং?
ডিজনি + হটস্টার অ্যাপে (Disney+ Hotstar App) সরাসরি দেখা যাবে এশিয়া লায়ন্স বনাম এশিয়া লায়ন্স, লেজেন্ডস লিগ ক্রিকেটের লাইভ স্ট্রিমিং। এছাড়াও FanCode অ্যাপ ও ওয়েবসাইটে লাইভ স্ট্রিমিং করা হবে।