আহমেদাবাদ, ২৬ ফেব্রুয়ারি : কিছুদিন ধরে তরুণদের মধ্যে হার্ট অ্যাটাকের ঘটনা ক্রমাগত বাড়ছে। গুজরাটের আহমেদাবাদে ক্রিকেট ম্যাচ চলাকালীন এক মর্মান্তিক মৃত্যুর ঘটনা সামনে এসেছে। জানা গেছে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ব্যক্তি একজন জিএসটি কর্মী। বোলিং করার সময় জিএসটি কর্মচারীর স্বাস্থ্যের অবনতি ঘটে এবং তিনি মাটিতে পড়ে যান। তথ্য অনুযায়ী, শনিবার আহমেদাবাদে এই ঘটনা ঘটেছে। আহমেদাবাদের জিএসটি কর্মচারী ও সুরেন্দ্রনগর জেলা পঞ্চায়েতের মধ্যে একটি ম্যাচ চলছিল। এই ম্যাচে জিএসটি কর্মচারী বসন্ত রাঠোড়ও (Basant Rathod) অংশ নিয়েছিলেন। বোলিং করার সময় বসন্তের বুকে ব্যথা হয় এবং মাটিতে পড়ে যান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
চিকিৎসকদের মতে, রাঠোডের হার্ট অ্যাটাক হয়েছিল, যার কারণে তার মৃত্যু হয়েছে। চার দিন আগে এভাবে ক্রিকেট খেলতে গিয়ে অল্পের মধ্যেই দুইজনের মৃত্যু হয়েছিল। এর আগে রাজকোট-সুরাটে ক্রিকেট খেলার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যুর ঘটনা সামনে এসেছে। ক্রিকেট খেলতে গিয়ে এটি তৃতীয় মৃত্যুর ঘটনা।