বয়স নিয়ে প্রতারণার দায়ে ধরা পড়া এক ক্রীড়াব্যক্তিত্বকে গ্রেপ্তারের বিরল ঘটনা সামনে এসেছে। মালেগাঁওয়ের ক্রিকেটার অমোল কোলপেকে গত শনিবার গ্রেফতার করে বারামতি সিটি পুলিশ। মঙ্গলবার তিন দিনের পুলিশি হেফাজত শেষ হওয়ার পর তাঁকে ১৪ দিনের ম্যাজিস্ট্রেসি হেফাজত দেয় বারামতী আদালত। কোলপে এখন গ্রেপ্তারের পর নিয়মিত জামিনের জন্য আবেদন করতে পারেন। চলতি বছরের জানুয়ারিতে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) আয়োজিত অনূর্ধ্ব-১৯ আমন্ত্রণমূলক লিগের একটি কোয়ালিফাইং রাউন্ডের সঙ্গে তিনি সম্পর্কিত। ২০০৭ সালের ২৮ সেপ্টেম্বর নিজের জন্ম তারিখ উল্লেখ করে নথি জমা দিয়েছিলেন কোলপে। তবে পরবর্তী অনুসন্ধানে জানা যায় যে, অন্যান্য পুরনো নথি রয়েছে, যেখানে তার জন্ম তারিখ ১৫ ফেব্রুয়ারি, ১৯৯৯ বলে উল্লেখ করা হয়েছে।
In a rare case, cricketer arrested for age-fudging
The case is related to a qualifying round of the #MaharashtraCricketAssociation's Under-19 invitation league matches held in January this year
Full Story: https://t.co/T9uLbW6E3j pic.twitter.com/db24gZ85hf
— TOI Sports (@toisports) June 8, 2023
এরপর কোলপেকে গ্রেফতার করেছে পুলিশ। প্রতারণা ও জালিয়াতির অভিযোগে আরও তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। কোলপে ক্লাবেরই একটি গ্রুপে থাকার অভিযোগে কার্ভারি ক্লাবের প্রতিনিধি নানা সাতভকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগকারীর অভিযোগ, কোলপে তাঁর বয়স ছাপানোর জন্য ভুয়ো নথি জমা দেন।