আজ ২৮ ফেব্রুয়ারি আবুধাবির টলারেন্স ওভাল স্টেডিয়ামে একমাত্র টেস্ট ম্যাচে আয়ারল্যান্ডকে আতিথ্য দেবে আফগানিস্তান। সংযুক্ত আরব আমিরাত এই সিরিজে আফগানিস্তানের হোম ম্যাচগুলি আয়োজন করছে। হাশমতউল্লাহ শাহিদির নেতৃত্বাধীন আফগানিস্তান দলে আছেন অভিজ্ঞ ব্যাটার রহমত শাহ। তরুণ ওপেনিং জুটি রহমানউল্লাহ গুরবাজ এবং ইব্রাহিম জাদরানও টেস্ট ম্যাচে খেলবেন। দীর্ঘদিন আগে সাদা বলের অধিনায়কত্ব পল স্টার্লিংকে দেওয়ার পরও আয়ারল্যান্ডের স্লিপার অ্যান্ড্রু বালবার্নি চিরাচরিত ফরম্যাটে দলকে নেতৃত্ব দেবেন। টেস্ট ক্রিকেটে আয়ারল্যান্ডের সর্বোচ্চ রান সংগ্রাহক লরকান টাকারও আছেন দলে। কার্টিস ক্যাম্ফার, হ্যারি টেক্টর ও ক্রেইগ ইয়ংয়ের তরুণ মুখরা নিজেদের যোগ্যতা প্রমাণের চেষ্টা করবেন। আয়ারল্যান্ড এবং আফগানিস্তান এর আগে ঐতিহ্যবাহী ফর্ম্যাটে একবারই একে অপরের মুখোমুখি হয় এবং সেটিও চার বছর আগে ২০১৯ সালের মার্চে। সেই ম্যাচে দেরাদুনে সাত উইকেটে জিতেছিল আফগানিস্তান। Jan Nicol Loftie-Eaton: আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড, ৩৩ বলে শতরান নামিবিয়ার লফটি ইটনের
𝐈𝐭 𝐁𝐞𝐠𝐢𝐧𝐬 𝐓𝐨𝐦𝐨𝐫𝐫𝐨𝐰! 🤩
AfghanAtalan are all set to begin the one-off Test match against Ireland tomorrow at the Tolerance Oval in Abu Dhabi. 👍#AfghanAtalan | #AFGvIRE2024 pic.twitter.com/nnPNmD3qJk
— Afghanistan Cricket Board (@ACBofficials) February 27, 2024
আফগানিস্তানঃ রহমানুল্লাহ গুরবাজ (অধিনায়ক), ইব্রাহিম জাদরান, হাসমতুল্লাহ শাহিদি, রহমত শাহ, নূর আলী জাদরান, নাসির জামাল, বাহর শাহ, ইকরাম আলিখিল, আবদুল মালিক, করিম জানাত, নিজাত মাসুদ, জাহির খান, নাভিদ জাদরান, জিয়া-উর-রেহমান, মহম্মদ ইব্রাহিম আব্দুল রহিমজাই, খলিল গুরবাজ।
আয়ারল্যান্ডঃ পল স্টার্লিং, হ্যারি টেক্টর, লোরকান টাকার (উইকেটরক্ষক) অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক) জেমস ম্যাককলাম, পিটার মুর, কার্টিস ক্যাম্পার, জর্জ ডকরেল, অ্যান্ডি ম্যাকব্রাইন, মার্ক অ্যাডেয়ার, ক্রেইগ ইয়ং, ব্যারি ম্যাকার্থি, গ্রাহাম হিউম, ম্যাথিউ ফস্টার, থিও ভ্যান ওয়ারকম।
কবে, কোথায় আয়োজিত হবে আফগানিস্তান বনাম আয়ারল্যান্ড, একমাত্র টেস্ট ম্যাচ?
২৮ ফেব্রুয়ারি আবুধাবির টলারেন্স ওভাল স্টেডিয়ামে (Tolerance Oval, Abu Dhabi) আয়োজিত হবে আফগানিস্তান বনাম আয়ারল্যান্ড, একমাত্র টেস্ট ম্যাচ।
কখন থেকে শুরু হবে আফগানিস্তান বনাম আয়ারল্যান্ড, একমাত্র টেস্ট ম্যাচ?
আফগানিস্তান বনাম আয়ারল্যান্ড, একমাত্র টেস্ট ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সকাল ১১ঃ৩০টায়।
জেনে নিন টিভিতে কোথায় দেখবেন আফগানিস্তান বনাম আয়ারল্যান্ড, একমাত্র টেস্ট ম্যাচ
সরাসরি টিভিতে আফগানিস্তান বনাম আয়ারল্যান্ড, একমাত্র টেস্ট ম্যাচ ভারতে সম্প্রচার করা হবে না, তবে বাংলাদেশে দেখবেন গাজী টিভিতে।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন আফগানিস্তান বনাম আয়ারল্যান্ড, একমাত্র টেস্ট ম্যাচ
ভারতে সরাসরি অনলাইনে দেখতে পাবেন ফ্যানকোড অ্যাপে।