রবিবার সেন্ট ভিনসেন্টের কিংসটাউনের আর্নোস ভেল গ্রাউন্ডে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের ম্যাচে মুখোমুখি হবে আফগানিস্তান ও অস্ট্রেলিয়া। বার্বাডোজে ভারতের বিপক্ষে সুপার এইটের প্রথম ম্যাচে হারের পর সেমিফাইনালের আশা ধরে রাখতে জয়ের জন্য মরিয়া হয়ে উঠেছে রাশিদ খানের নেতৃত্বাধীন আফগানিস্তান। তাঁদের দলে রহমানউল্লাহ গুরবাজ দারুণ ফর্মে রয়েছেন এবং আজ জয় পেতে হলে তাকে কমপক্ষে প্রথম আট ওভার খেলতে হবে। অন্য আফগান ব্যাটারদেরও এগিয়ে আসতে হবে এবং তাদের ব্যাটিংয়ে অবদান রাখতে হবে। পাঁচ ম্যাচে ১৫ উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি ফজলহক ফারুকী। রশিদ ও নূর আহমেদ এখন পর্যন্ত দুর্দান্ত খেলছেন। এদিকে,মিচেল মার্শের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া এখনও পর্যন্ত টুর্নামেন্টে অপরাজিত রয়েছে এবং রবিবার আফগানদের বিপক্ষে ম্যাচ জিতে সেমিতে জায়গা পাকা করার দিকে নজর রাখবে। আফগান ব্যাটিংয়ের মোকাবিলায় অস্ট্রেলিয়ায় আছেন মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স। IND vs BAN, ICC T20 WC Super 8 Live Streaming: ভারত বনাম বাংলাদেশ, আইসিসি টি-২০ বিশ্বকাপ, সুপার ৮; সরাসরি দেখুন
So many emotions. Australia and Afghanistan renew their rivalry in the shortest format tomorrow 👊 #T20WorldCup
Full story: https://t.co/o1BPdVjsoE pic.twitter.com/Wf2KnwouLS
— cricket.com.au (@cricketcomau) June 22, 2024
অস্ট্রেলিয়া দলঃ ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মিচেল মার্শ (অধিনায়ক), গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টোইনিস, টিম ডেভিড, ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড, জশ ইংলিশ, ক্যামেরন গ্রিন, নাথান এলিস, অ্যাশটন আগর।
আফগানিস্তান দলঃ রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), হজরতুল্লাহ জাজাই, ইব্রাহিম জাদরান, গুলবাদিন নাইব, আজমতুল্লাহ ওমরজাই, নাজিবুল্লাহ জাদরান, মহম্মদ নবী, রাশিদ খান (অধিনায়ক), নূর আহমেদ, নবীন-উল-হক, ফজল হক ফারুকি, ফরিদ আহমেদ মালিক, করিম জানাত, মুজীব উর রহমান, মহম্মদ ইশাক, নাঙ্গেয়ালিয়া খারোতে।
কবে, কোথায় আয়োজিত হবে আফগানিস্তান বনাম অস্ট্রেলিয়া, আইসিসি টি-২০ বিশ্বকাপ, সুপার ৮-এর ম্যাচ?
২২ জুন সেন্ট ভিনসেন্টের কিংসটাউনের আর্নোস ভেল গ্রাউন্ডে (Arnos Vale Ground, Kingstown, St Vincent) আইসিসি টি-২০ বিশ্বকাপ, সুপার ৮ ম্যাচে মুখোমুখি হবে আফগানিস্তান বনাম অস্ট্রেলিয়া।
কখন থেকে শুরু হবে আফগানিস্তান বনাম অস্ট্রেলিয়া, আইসিসি টি-২০ বিশ্বকাপ, সুপার ৮-এর ম্যাচ?
আফগানিস্তান বনাম অস্ট্রেলিয়া, আইসিসি টি-২০ বিশ্বকাপ, সুপার ৮-এর ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত ৮টায়।
জেনে নিন টিভিতে কোথায় আফগানিস্তান বনাম অস্ট্রেলিয়া, আইসিসি টি-২০ বিশ্বকাপ, সুপার ৮-এর ম্যাচ
সরাসরি টিভিতে আফগানিস্তান বনাম অস্ট্রেলিয়া, আইসিসি টি-২০ বিশ্বকাপ, সুপার ৮-এর ম্যাচ ভারতে সম্প্রচার করা হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে (Star Sports Network)।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন আফগানিস্তান বনাম অস্ট্রেলিয়া, আইসিসি টি-২০ বিশ্বকাপ, সুপার ৮-এর ম্যাচ
ডিজনি+ হটস্টার (Disney+ Hotstar) অ্যাপ ও ওয়েবসাইটে আফগানিস্তান বনাম অস্ট্রেলিয়া, আইসিসি টি-২০ বিশ্বকাপ, সুপার ৮-এর ম্যাচ সরাসরি দেখা যাবে।