Cricket (Represtentional Image) (Photo Credit: Twitter)

ভারতের মহারাষ্ট্রের পুনে জেলায় এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। যেখানে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ১৪ বছরের এক কিশোরের। মৃত কিশোরের নাম বেদান্ত বিনোদ ধামনগাঁওকর বলে জানা গিয়েছে। বনগাঁ থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুনে জেলার বনভাড়ি এলাকার বিকাশনগরে বসবাসকারী ধামনগাঁওকর পরিবার বৃহস্পতিবার নেমে আসে শোকের ছায়া। বন্ধুদের সঙ্গে খেলা করতে গিয়েই সংসার থেকে বিদায় নিলেন ঘরের প্রিয় ছেলে। বেদান্তের আকস্মিক মৃত্যুতে গোটা পরিবার শোকস্তব্ধ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেদান্ত ওই এলাকার একটি ইংরেজি মাধ্যম স্কুলে অষ্টম শ্রেণিতে পড়ত। স্কুল ছুটির কারণে বৃহস্পতিবার সকালে বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলতে গিয়েছিল সে। খেলতে খেলতে হঠাৎই বেদান্তের বুকে প্রচণ্ড ব্যথা শুরু হয়। যার কারণে তিনি তার বাবাকে ডাকেন। এর পরেই বেদান্তকে সঙ্গে সঙ্গে কাছের হাসপাতালে নিয়ে যান বাবা-মা।

কিন্তু চিকিৎসক তাঁকে আরও বড় হাসপাতালে নিয়ে যেতে বলেন। তাই বেদান্তকে ফাতেমানগরের ইনামদার হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে, বেদান্ত গুরুতর হৃদরোগে আক্রান্ত হন এবং চিকিৎসার আগেই তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছেন চিকিৎসক। চিকিৎসকরা নিশ্চিত করেছেন, বেদান্তের মৃত্যু স্বাভাবিক কারণেই হয়েছে। বনগাঁ থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। হৃদরোগে আক্রান্ত হয়ে ১৪ বছরের এক কিশোরের মৃত্যুর খবর দাবানলের মতো এলাকায় ছড়িয়ে পড়ে এবং সবাই হতবাক হয়ে যায়।