কেপটাউন, ৯ অগাস্ট: দক্ষিণ আফ্রিকার বিখ্যাত ক্রিকেট আম্পয়ার রুডি কোয়ের্তজেন (Rudi Koertzen) পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন। কেপটাউনে গল্ফ খেলে বাড়ি ফেরার পথে নেলসন ম্যান্ডেসলা বে-তে গাড়ি দুর্ঘটনায় প্রয়াত হলেন আইসিসি-র এলিট প্য়ানেলে থাকা প্রাক্তন আম্পয়ার ৭৩ বছরের রুডি কোয়ের্তজেন। রুডির ছেলে জানালেন, তার বাবা পথ দুর্ঘটনায় মারা গিয়েছেন। ৩৩১টি আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে তিনি আম্পয়ারিং করেছেন। দীর্ঘ ১৮ বছর তিনি সুনাম বজায় রেখে আম্পয়ারিং করেছেন।
আম্পয়ার হিসেবে তাঁর শেষ আন্তর্জাতিক ম্যাচ ছিল ২০১০ সালে লর্ডসে অস্ট্রেলিয়া-পাকিস্তান টেস্টে। ১০৮টি টেস্ট, ২০৯টি ওয়ানডে ও ১৪টি টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করেছেন তিনি। আরও পড়ুন-এশিয়া কাপের দলে ফিরলেন বিরাট কোহলি, নেই বুমরা
দেখুন টুইট
Former South African umpire Rudi Koertzen has died in a car accident at the age of 73
Our thoughts go out to his family and friends pic.twitter.com/R0bhtNZu13
— ESPNcricinfo (@ESPNcricinfo) August 9, 2022
১৯৮১ সাল থেকে তিনি ক্রিকেটে আম্পয়ারিং করছেন। আম্পায়ারিংয়ে তাঁর প্রথম আন্তর্জাতিক ম্যাচ ছিল ১৯৯২ সালে পোর্ট এলিজাবেথে ভারত-দক্ষিণ আফ্রিকা ওয়ানডে ম্যাচে। সেই বছরই বক্সিং ডে টেস্টে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে পাঁচ দিনের ক্রিকেটে তাঁর আম্পয়ার হিসেবে অভিষেক।
দেখুন বীরেন্দ্র সেওয়াগের স্মরণ
Vale Rudi Koertzen ! Om Shanti. Condolences to his family.
Had a great relation with him. Whenever I used to play a rash shot, he used to scold me saying, “Play sensibly, I want to watch your batting”.
One he wanted to buy a particular brand of cricket pads for his son (cont) pic.twitter.com/CSxtjGmKE9
— Virender Sehwag (@virendersehwag) August 9, 2022
দক্ষিণ আফ্রিকার রেলে কেরানির চাকরি করতেন। আম্পয়ার হওয়ার আগে দেশের ঘরোয়া ক্রিকেট ও যুব পর্যায়ে খেলেছেন।