জনপ্রিয় মাইক্রোব্লগিং সাইট 'টুইটার'-এ বাজিমাত ক্রিকেটের। বছরের প্রথমে ৬ মাসে টুইটারে সবচেয়ে বেশী কোনটা ট্রেন্ড করল বা আলোচনা হল বা চর্চায় থাকল তার রিপোর্ট প্রকাশিত হল। দেখা যাচ্ছে বছরের প্রথম ৬ মাসে সবচেয়ে বেশী ট্রেন্ড করা হ্যাশট্যাগ হল আইপিএল ২০২৩। টুইটারের ট্রেন্ডিং হ্যাশ ট্যাগই প্রমাণ করে দিচ্ছে দেশের নেটিজেনরা ক্রিকেট আর বলিউডেই বেশী বুঁদ থাকে। তারা ক্রিকেট আর বলিউড নিয়ে আলোচনাতেই বেশী স্বাচ্ছন্দ্য থাকে।
চলত বছর জানুয়রি থেকে জুনের মধ্যে ভারতে ট্রেন্ডিং হ্যাশট্যাগে দুই নম্বরে আছেন সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, আর চারে আছেন বিরাট কোহলি। এটাই শেষ আইপিএল হতে চলেছে বলে জল্পনায় ধোনিকে নিয়ে এবার আলাদা আবেগ ছিল ক্রিকেটপ্রেমীদের মধ্যে। তার স্পষ্ট প্রভাব দেখা গেল টুইটারের জনপ্রিয় হ্যাশট্যাগে। প্রভাসের বিতর্কিত আদিপুরুষ নিয়ে অনেক জলঘোলা হয়।
দেখুন টুইট
Most popular hashtags used on Twitter in India in the first half of 2023.
MS Dhoni and Virat Kohli duo there...!! pic.twitter.com/BGT9pBshuW
— Mufaddal Vohra (@mufaddal_vohra) July 24, 2023
রামায়ণের হাস্য়কর আধুনিকীকরণ করার চেষ্টা করা আদিপুরুষ-এর সমালোচনা করা সোশ্যাল মিডিয়ায় বড় খোরাপ হয়ে গিয়েছিল। সেই আদিপুরুষ হ্যাশট্যাগ চলতি বছর জানুয়ারি থেকে জুনের মধ্যে সবচেয়ে বেশী ব্যবহৃত হ্যাশট্যাগের তালিকায় তিনে থাকল। সেরা দশটা ট্রেন্ডিং হ্যাশট্য়াগের এই তালিকায় ৬টাই ক্রিকেটের। দেখেই বোঝা যাচ্ছে ক্রিকেটকে কেন ভারতকে ধর্ম হিসেবে বলা হয়। এবারের আইপিএল চ্যাম্পিয়ন সিএসকে-র অফিসিয়াল স্লোগান হুইসেল পুডু (৪ নম্বরে), বিরাট কোহলি (৫), টিম ইন্ডিয়া (৭), বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল (৮)-আছে এই তালিকার প্রথম দশে। শাহরুখ খানের মেগাহিট সিনেমা পাঠানকে নিয়ে সিনেপ্রেমীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে ছিল। সেই পাঠান হ্যাশট্যাগে প্রথম দশে জায়গা করে নিল।
টুইটারে হ্যাশট্যাগ হল এমন একটি জিনিস যার মাধ্যমে বোঝা যাচ্ছে ইউজাররা কোন বিষয় নিয়ে সবচেয়ে আগ্রহী।