অজিত আগরকরের এই লজ্জার রেকর্ডের কথা মনে আছে!
Ajit Agarkar (File Photo)

ক দিন আগেই পরপর ম্যাচটা টি টোয়েন্টি ইনিংসে শূন্য রান আউট হয়ে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার অ্যাস্টন টার্নার (Ashton Turner) অ্যাখা পেয়েছেন 'জিরোম্যা'ন নামে। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে টানা পাঁচ ইনিংসে শূন্য রানে আউট হওয়ার লজ্জার রেকর্ডে নাম লিখিয়েছেন টার্নার। টার্নারের টানা পাঁচটা ম্যাচে শূন্যের হিসেবটা এরকম। টার্নারের টানা পাঁচ শূন্যের শুরুটা হয়েছিল গত ৯ ফেব্রুয়ারি বিগ ব্যাশে, পার্থ স্করচার্সের হয়ে অ্যাডিলেড স্ট্রাইকারের বিপক্ষে গোল্ডেন ডাক করেছিলেন। তারপর অস্ট্রেলিয়ার হয়ে ভারতের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে পাঁচ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি তিনি। দ্বিতীয় ম্যাচেও দলে থাকলেও ব্যাটিংয়ে নামার প্রয়োজন হয়নি তার। তারপর আইপিএলে টানা তিন ইনিংসে শূন্য রানে আউট হন। কিছুতেই যেন রানের খাতা খুলতেই পারেননি টার্নার।

এমন একটা সময় একটু শূন্যতা নিয়ে আলোচনা করা যাক। জানেন কী, টেস্ট ক্রিকেটে টানা পাঁচটা ইনিংসে শূন্য রানে আউট হন এক ভারতীয় অলরাউন্ডার। যে পেসার অলরাউন্ডার, আবার একটা সময় স্পেশালিস্ট ব্যাটসম্যান হিসেবেই খেলতেন। তিনি হলেন-অজিত আগরকর (Ajit Agarkar)। ১৯৯৯ অস্ট্রেলিয়ায় টেস্ট সফরে মুম্বয়ের অজিত আগরকরকে দলে নেওয়ার পিছনে-তাঁর পেস বোলিংয়ের পাশাপাশি ব্যাটের হাতটার কথাও মাথায় রাখা হয়েছিল। কারণ ঘরোয়া ক্রিকেটে ভালই খেলছিলেন আগরকর। কিন্তু সেই অস্ট্রেলিয়া সফরে পরপর পাঁচটা ইনিংসে আগরকর আউট হন শূন্য রানে। সেই সফরে আগরকরের শূন্যতা শুরু হয় অ্যাডিলেডে প্রথম টেস্ট থেকেই। অ্যাডিলেড টেস্টের দ্বিতীয় ইনিংসে আগরকর শূন্য রানে আউট হন ফ্লেমিংয়ের বলে। তারপরের টেস্টে মেলবোর্নে দুটো ইনিংসেই আগরকর শূন্যতে আউট হন। এরপর তৃতীয় টেস্ট সিডনিতেও পরপর দু ইনিংসে আগরকর আউট হন খাতা না খুলেই। সিডনিতে আগরকরকে প্রথম ইনিংসে আউট করেন ব্রেট লি, দ্বিতীয় ইনিংসে ম্যাকগ্রা।

সে সময় সোশ্যাল মিডিয়া ছিল না। তা না হলে আগরকরকে নিয়ে মিম থেকে শুরু করে জোকস সবই হয়তো শুরু হয়ে যেত। পরপর পাঁচ ইনিংসে শূন্যতে আউট হওয়ার পর আগরকরের শূন্যতা কাটে দেশে ফিরে। মুম্বইয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আধডজন টানা শূন্য রুখতে নেমে আগরকর ৪১ রানের একটা দারুণ কার্যকরী ইনিংস খেলেন। টেস্ট ক্রিকেটে টানা শূন্য রানে আউট হওয়ার লজ্জার নজিরটা দু জনের-আরজি হল্যান্ড (অস্ট্রেলিয়া) আর আমাদের আগরকরের। দেশের হয়ে ২৬টি টেস্ট খেলে ১টা সেঞ্চুরি আছে আগরকরের।