লন্ডন, ২৪ এপ্রিল: একেবারে মৃত্যুমুখ থেকে ফিরে এসে পুরো সুস্থ হওয়ার পথে নেদারল্যান্ডস ক্রিকেট দলের প্রধান কোচ এবং অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার রায়ান ক্যাম্পবেল। কোমা থেকে উঠে তিনি এখন আইসিইউ-তে আছেন। তবে তাঁর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। ডাক্তারদের আশা ৫০ বছরের রায়না যেভাবে দ্রুত সুস্থ হয়ে উঠছেন, তাতে তিনি স্বাভাবিক জীবনে ফিরতে পারেন।
গত সপ্তাহের শনিবার হৃদরোগে আক্রান্ত হয়ে ইংল্যান্ডের এক হাসপাতালে ভর্তি হয়ে কোমায় চলে যান ক্যাম্পবেল। ক্রিকেট বিশ্ব চমকে উঠেছিল সদা হাসিমুখে থাকা বাইশ গজ নিয়ে সব সময় মেতে থাকা ক্যাম্পবেলকে নিয়ে।
দেখুন টুইট
The #Netherlands cricket coach #RyanCampbell (@cambo_19), who suffered a heart-attack here last week and was kept in induced coma for a couple of days, has continued his recovery and is now in a stable condition in an England hospital. pic.twitter.com/2axlKXgArl
— IANS (@ians_india) April 24, 2022
গোটা ক্রিকেট বিশ্ব তাঁর দ্রুত আরোগ্্য কামনায় প্রার্থনা করেছিল। সেই প্রার্থনা কাজে আসছে। রায়ান দুটি দেশের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলার নজির লগড়েছিলেন। হংকং এবং অস্ট্রেলিয়া দুটো দেশের হয়েই আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন তিনি।