স্টার স্পোর্টসের পর এবার আসন্ন আইপিএলে তাদের ধারাভাষ্যকারদের প্যানেল ঘোষণা করল জিও সিনেমা। টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বড় নাম ক্রিস গেইল এবার জিও সিনেমার কমেন্ট্রি বক্সে থাকছেন। এবারের আইপিএলের ইউনিভার্সল বসকে দেখা যাবে নয়া অবতারে। আইপিএলের ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ রানসংগ্রহকারী গেইলের সঙ্গে এবার জিও সিনেমায় কমেন্ট্রি করবেন এবি ডেভিলিয়ার্স। গেইল, ডেভিলিয়ার্স একসঙ্গে একটা সময় আরসিবি-র হয়ে খেলে অনেক রেকর্ড ভেঙেছেন।
গেইল, এবি-র পাশাপাশি আছেন অনিল কুম্বলে, ওয়েস শাহ, গ্রেম স্মিথ, ইয়ন মর্গ্যান, ব্রেট লি, স্টক স্টাইরিস, গ্রেম সোয়ানের মত তারকা প্রাক্তন ক্রিকেটাররা। আরও পড়ুন-বিরাট কোহলির পর এবার মহাকাল মন্দিরে পুজো দিলেন সস্ত্রীক উমেশ যাদব
দেখুন টুইট
JioCinema English commentators:
Chris Gayle, AB De Villiers, Anil Kumble, Owais Shah, Graeme Smith, Morgan, Brett Lee, Styris and Swann.
— Ranjan (@Ranjan15102004) March 20, 2023
আগামী ৩১ মার্চ আমেদাবাদে শুরু হচ্ছে এবারের আইপিএল। আসন্ন আইপিএল অনলাইনে মোবাইল, ল্যাপটপ, ট্যাব বা স্মার্ট টিভিতে দেখা যাবে জিও সিনেমা অ্যাপের মাধ্যমে। এই প্রথম একেবারে বিনামূল্যে জিও সিনেমা অ্যাপে দেখা যাবে আইপিএল ২০২৩-র সব খেলা।
ডিজিটাল স্বত্ত্ব জিও সিনেমার কাছে থাকলেও টিভিতে আইপিএলের সব ম্যাচ দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। স্টার স্পোর্টস গতকাল, রবিবার মোট ৯টি ভাষায় তাদের কমেন্ট্রি প্যানেল ঘোষণা করেছিল। স্টার স্পোর্টসে ইংরেজি কমেন্ট্রিতে থাকছেন সুনীল গাভাসকর, জাক কালিস, ম্যাথু হেডেন, কেভিন পিটারসেন, অ্যারন ফিঞ্চ, টম মুডি, পল কলিংউড, ড্যানিয়েল ভিট্টোরি, ডেভিড হাসি।