চিপকে ফিরছে আইপিএলের ম্যাচ। ধোনিগড়ে আজ, সোমবার রাতে মুখোমুখি চেন্নাই সুপার কিংস ও লখনৌ সুপার জায়েন্টস। প্রথম ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সের কাছে হারের পর মহেন্দ্র সিং ধোনির সিএসকে-র কাছে আজ এই ম্যাচ জয়ে ফেরার। গত মরসুমের হতাশা ঝেড়ে ধোনিরা এবার আইপিএলে চমকে দিতে চাইছেন। তবে ধোনির দলকে প্রথম ম্যাচে সেভাবে ছন্দে দেখায়নি। তবে সেটা ছিল আমেদাবাদে। এবার ধোনিরা খেলবেন চিপকে। যে চিপকে ধোনিরা হারতে জানেন না বলে একটা মিথ আছে।
সেই মিথ ভাঙতে নামছে লোকেশ রাহুলের লখনৌ সুপার জায়েন্টস। রাহুলরা চলতি আইপিএলের প্রথম ম্যাচে উড়িয়ে দিয়েছে শক্তিশালী দিল্লি ক্যাপিটালসকে। লখনৌয়ের ব্রিটিশ পেসার মার্ক উড দিল্লির বিরুদ্ধে মাত্র ১৪ রান দিয়ে ৫ উইকেট নিয়ে চমকে দিয়েছিলেন। ধোনিদের বিরুদ্ধে উড কতটা মজবুত স্পেল করেন সেটা দেখার। আরও পড়ুন-'হামারা ভাবি ক্যায়সি হে!' বাউন্ডারি লাইনের ধারে শুভমনকে প্রশ্ন দর্শকদের (দেখুন ভিডিও)
কবে, কোথায় আয়োজিত হবে চেন্নাই সুপার কিংস বনাম লখনৌ সুপার জায়েন্টস-এর মধ্যে আইপিএলের ম্যাচ?
আজ, সোমবার ৪ এপ্রিল চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস ও লখনৌ সুপার জায়েন্টস।
কখন থেকে শুরু হবে চেন্নাই সুপার কিংস বনাম লখনৌ সুপার জায়েন্টের মধ্যে আইপিএলের ম্যাচ?
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ধোনি বনাম লোকেশ রাহুলদের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন এই ম্যাচ
সরাসরি টিভিতে চেন্নাই সুপার কিংস বনাম লখনৌ সুপার জায়েন্টসের মধ্যে আইপিএলের এই ম্যাচ দেখতে পাবেন স্টার স্পোর্টস নেটওয়ার্কে (Star Sports Network)-এর বিভিন্ন চ্যানেলে।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন চেন্নাই সুপার কিংস বনাম লখনৌ সুপার জায়েন্টস-এর মধ্যে আইপিএলের ম্যাচ?
সরাসরি অনলাইনে বিনামূল্যে দেখতে পাবেন জিও সিনেমা (JioCinema) অ্যাপের মাধ্যমে।