Mastercard Home Series: ২০২২-২৩ এর শুরুতেই ভারত সফরে শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড, সূচী প্রকাশ করে জানাল বোর্ড
BCCI announces Mastercard Home Series Photo Credit: Twitter@BCCI

শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাস্টারকার্ড হোম সিরিজের সময়সূচী ঘোষণা করল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI)

ভারতীয় দলের ২০২২-২৩ এর মরশুম শুরু হবে  জানুয়ারিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের টি২০ (T20I) এবং তিনটি একদিনের ম্যাচের (One Day Match) সিরিজ দিয়ে.

শ্রীলঙ্কার ভারত সফরের সূচি:

৩ জানুয়ারি, প্রথম টি-২০, মুম্বই

৫ জানুয়ারি, দ্বিতীয় টি-২০, পুণে

৭ জানুয়ারি, তৃতীয় টি-২০, রাজকোট

১০ জানুয়ারি, প্রথম ওয়ানডে, গুয়াহাটি

১২ জানুয়ারি, দ্বিতীয় ওয়ানডে, কলকাতা

১৫ জানুয়ারি, তৃতীয় ওয়ানডে, তিরুবনন্তপুরম

 

এরপর নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের  সিরিজ অনুষ্ঠিত হবে  হায়দ্রাবাদ, রায়পুর এবং ইন্দোরে। ২১ জানুয়ারী দ্বিতীয় একদিনের ম্যাচটি হবে রায়পুরে। রায়পুর  শহরের জন্য  এটি একটি স্মরণীয় দিন। কারণ এই প্রথম তারা কোন আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করবে।একদিনের ম্যাচ ছাড়াও নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি (T20I)সিরিজও খেলবে টিম ইন্ডিয়া।

নিউজিল্যান্ডের ভারত সফরের সূচি:

১৮ জানুয়ারি, প্রথম ওয়ানডে, হায়দরাবাদ

২১ জানুয়ারি, দ্বিতীয় ওয়ানডে, রায়পুর

২৪ জানুয়ারি, তৃতীয় ওয়ানডে, ইন্দোর

২৭ জানুয়ারি, প্রথম টি-২০, রাঁচি

২৯ জানুয়ারি, দ্বিতীয় টি-২০, লখনউ

১ ফেব্রুয়ারি, তৃতীয় টি-২০, আহমেদাবাদ

এর পরে বর্ডার-গাভাস্কার ট্রফির জন্য ৪ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়ার ভারত সফর ৯ই ফেব্রুয়ারি থেকে নাগপুরে শুরু হবে। এরপর দিল্লি, ধরমশালা ও আহমেদাবাদে তিনটি টেস্ট ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। এরপর মুম্বাই, ভাইজাগ এবং চেন্নাইয়ে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের একদিনের ম্যাচের সিরিজ ((One Day Series)

অস্ট্রেলিয়ার ভারত সফরের সূচি:

৯-১৩ ফেব্রুয়ারি, প্রথম টেস্ট, নাগপুর

১৭-২১ ফেব্রুয়ারি, দ্বিতীয় টেস্ট, দিল্লি

১-৫ মার্চ, তৃতীয় টেস্ট, ধরমশালা

৯-১৩ মার্চ, চতুর্থ টেস্ট, আহমেদাবাদ

১৭ মার্চ, প্রথম ওয়ানডে, মুম্বই

১৯ মার্চ, দ্বিতীয় ওয়ানডে, বিশাখাপত্তনম

২২ মার্চ, তৃতীয় ওয়ানডে, চেন্নাই