Brazil Coach Carlo Ancelotti. (Photo Credits: X)

Brazil Coach Carlo Ancelotti: ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে কার্লো আনসেলোত্তির শুরুটা একেবারেই ভাল হল না। বিশ্বকাপের যোগ্যতাপর্বের (CONMEBOL Qualifiers) ম্যাচে ইউকেয়ডরের বিরুদ্ধে গোলশূন্য ড্র করল আনসেলোত্তির ব্রাজিল (Brazil vs Ecuador)। দুনিয়ার সবচেয়ে দামি কোচ এসেও আপাতত সাম্বার দেশের ফুটবলের হাল ফেরাতে পারলেন না। রিয়াল মাদ্রিদ ছেড়ে ব্রাজিলের কোচ হিসেবে ইতালিয়ান আনসেলোত্তির কোচিংয়ে ব্রাজিলকে রক্ষণাত্মক খেলতে দেখা গেল। লাতিন আমেরিকার বাছাই পর্বে গত পাঁচটি ম্যাচের মধ্যে ব্রাজিল মাত্র ১টি ম্যাচ জিতেছে।

ড্র করলেও আমরা দারুণ খেলেছি: আনসেলোত্তি

ম্যাচ শেষে আনসেলোত্তির মুখে শোনা গেল, নিজের দলের ডিফেন্সের প্রশংসা আর ইকুয়েডরের গুয়াকুইল স্টেডিয়ামের খারাপ মাঠের কারণে না জিততে পারার আক্ষেপ। গোটা ম্যাচে একটা গোল করতে না পারার ব্যর্থতার কথা আড়াল করে আনসেলিত্তো বললেন, দারুণ ডিফেন্সিভ একটা ম্য়াচ হল। আমি দেখলাম আমাদের দল বেশ ভাল বলের নিয়ন্ত্রণে রাখল। শেষ পর্যন্ত বেশ ভাল ড্র হল এবং আমার আমাদের খেলা খুশি, আশা করব পরবর্তী ম্য়াচে আমাদের ফল ভাল হবে।" এরপর ব্রাজিলের নতুন ইতালিয়ান কোচ বলছেন," দ্বিতীয়ার্ধে ভিনিসিয়াস ও কাসেমিরো ভাল সুযোগ পেয়েছিল। হ্যাঁ, আমি আমরা আক্রমণভাগে আরও ভাল করতে পারতাম। কিন্তু ইকুয়েডর আজ বেশ ভাল খেলেছে, আমরাও ভাল খেলেছি। শেষ পর্যন্ত ম্যাচের ফলটাকে ভাল ড্র বলতে হচ্ছে। "

দেখুন ব্রাজিল বনাম ইকুয়েডর ম্য়াচের হাইলাইটস

বিশ্বকাপে যোগ্যতা নিয়ে সংশয় নেই, তবে ব্রাজিল একেবারেই খারাপ খেলছে

এদিন ইকুয়েডরের মাঠে পয়েন্ট নষ্ট করলেও লাতিন আমেরিকার ১০ দলের রাউন্ড রবীন লিগ তালিকায় চার নম্বরে থাকল ব্রাজিল (১৪ ম্যাচে ২২ পয়েন্ট)। শীর্ষে থাকা আর্জেন্টিনা (১৫ ম্যাচে ৩৪) ইতিমধ্যেই ২০২৬ বিশ্বকাপে ফেলার যোগ্যতাঅর্জন করে ফেলেছে। দুই ও তিন নম্বরে আছে যথাক্রমে ইকুয়েডর (১৫ ম্যাচে ২৪) ও প্যারাগুয়ে (১৫ ম্যাচে ২৪)। ব্রাজিলের (২২ পয়েন্ট) পিছনে পাঁচ ও ছয় নম্বরে আছে যথাক্রম উরুগুয়ে (১৫ ম্যাচে ২১ পয়েন্ট) ও কলম্বিয়া (১৪ ম্যাচে ২০ পয়েন্ট)। অনেকটা পিছনে সাত ও আটে আছে যথাক্রমে ভেনেজুয়েলা (১৪ ম্যাচে ১৫ পয়েন্ট), ও বলিভিয়া (১৪ ম্যাচে ১৪)। মূলপর্বে ওঠা লড়াই থেকে ছিটকে গিয়েছে পেরু (১০ পয়েন্ট) ও চিলি (১০ পয়েন্ট)। বাছাই পর্বে প্রতিটি দল ১৮টি করে ম্য়াচ খেলবে। এদিন লাতিন আমেরিকার বাছাই পর্বের অন্য ম্যাচগুলিতে প্য়ারাগুয়ের কাছে ০-২ গোলে হারে উরুগুয়ে। আর্জেন্টিনা ১-০ গোলে হারায় চিলিকে।

লাতিন আমেরিকা থেকে সরাসরি ৬টি দল মূলপর্বে খেলবে, একটি দল প্লে অফে খেলার সুযোগ পাবে

২০২৬ ফিফা বিশ্বকাপের মূলপর্বে এবার লাতিন আমেরিকা থেকে সরাসরি ৬টি দেশ যোগ্যতাঅর্জন করবে। আর একটি দল প্লে অফে খেলে মূলপর্বে যাওয়ার টিকিট পাবে। তাই ব্রাজিলের ২০২৬ বিশ্বকাপের মূলপর্বে খেলা নিয়ে কোনও সংশয় নেই। তবে আনসেলোত্তির মত হাই প্রোফাইল আসার পরেও সাম্বারদ দেশ যেমনন খেলল তাতে তাদের সমর্থকদের আঁতকে উঠতে হচ্ছে।