সব আশঙ্কা দূরে সরিয়ে রঞ্জিতে দারুণ জয় বাংলার। বাংলাকে জেতালেন রাজ্য়ের মন্ত্রী মনোজ তিওয়ারি। কল্যাণীতে ম্যাচের শেষদিনের কঠিন পিচ-পরিস্থিতিতে বরোদার বিরুদ্ধে জিততে হলে বাংলাকে করতে হত ১২৪ রান, হাতে ছিল ৭ উইকেট। সেখান থেকে দাঁড়িয়ে সুদীপ ঘরামি, মনোজ তিওয়ারি দুরন্ত পার্টনারশিপ করে দলকে ৭ উইকেটে জয় তুলে এনে আনলেন। চতুর্থ উইকেটে সুদীপ-মনোজের অবিচ্ছেদ্য ১২৬ রানের পার্টনারশিপের সৌজন্যে ৬ পয়েন্ট তুলে নিলে বাংলা। সুদীপ ৭৬ ও মনোজ ৬০ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে দুরন্ত জয় এনে দিলেন। ম্যাচের শেষ দিনে বরোদার বোলাররা কোনও উইকেটই পেলেন না।
গতকাল, শেষ বেলায় মাত্র ৫৩ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে বেশ চাপে ছিল বাংলা। বরোদার বোলার, আর কল্যাণীর পিচের সামনে কোণঠাসা দেখাচ্ছিল বাংলাকে। কিন্তু শুক্রবার ম্যাচের শেষদিনে অনবদ্য ব্যাটিং করে বাংলাকে জেতালেন সুদীপ ও মনোজ। বাংলার মন্ত্রী মনোজ বোঝালেন তিনি আরও একবার দলের ত্রাতা হয়ে উঠলেন। আরও পড়ুন-সিরিজ জয়ের পর ভাইরাল হল বিরাট-ঈশানের নাচের ভিডিও
প্রথম ইনিংসে বাংলা মাত্র ১৯১ রানে অল আউট হয়ে, ৭৮ রানে পিছিয়ে থেকে হারের মুখে দাঁড়িয়ে ছিল। তবে দ্বিতীয় ইনিংসে বরোদাকে ৯৮ রানে অল আউট করে ম্যাচে ফিরেছিলেন অভিমন্যু ঈশ্বরণ। যদিও গতকাল, দিনের শেষে ৫৩ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলা। চলতি রঞ্জি ট্রফিতে বাংলার পরবর্তী ম্যাচ ইডেন গার্ডেন্সে হরিয়ানার বিরুদ্ধে, ১৭ জানুয়ারি মঙ্গলবার থেকে। রঞ্জিতে উত্তরপ্রদেশ, নাগাল্যান্ড, বরোদাকে হারিয়েছে বাংলা। উত্তরাখণ্ড ও হিমাচলপ্রদেশের বিরুদ্ধে ড্র করলেও প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে তিন পয়েন্ট পান অভিমন্যু ঈশ্বরণরা। পাঁচ ম্যাচে বাংলার পয়েন্ট ২৫।
ম্যাচের সংক্ষিপ্ত স্কোরবোর্ড
বরোদা: ২৬৯ (জোতসনিল সিং ৮৫, আকাশদীপ ৪/৭১), ৯৮
বাংলা: ১৯১ (অনুষ্টুপ ৯০) , ১৭৯/৩ (সুদীপ ৭৬ অপরাজিত, মনোজ ৬০ অপরাজিত)
বাংলা জয়ী ৭ উইকেটে