চেন্নাই, ২৮ মার্চ: আইপিএল শুরুর আগে আরও এক তারকা ক্রিকেটারের চোটের খবর। চেন্নাই সুপার কিংসের ১৬ কোটি ২৫ লক্ষের মহাতারকা ব্রিটিশ অলরাউন্ডার বেন স্টোকসের (Ben Stokes) হাঁটুতে চোট আছে। ফলে আসন্ন আইপিএলের প্রথম দিকের অন্তত চার-পাঁচটা ম্যাচে স্টোকস বল করতে পারবেন না। বল করলে হাঁটুতে আরও চাপ পড়ে চোট বাড়তে পারে। আর তাই কোনওরকম ঝুঁকি না নিয়ে ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক ধোনির দলে শুধু স্পেশালিস্ট ব্যাটার হিসেবেই থাকছেন। গুরুত্বপূর্ণ সময়ে বল হতে অভিজ্ঞ স্টোকসের স্পেল গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারত সিএসকে-র।
ক মাস আগে কোটিতে হওয়া আইপিএলের নিলামে ১৬ কোটি ২৫ লক্ষ টাকায় কিনেছিল চেন্নাই। নিলামের আগে স্টোকসকে ছেড়ে দিয়েছিল তার পরনো ফ্র্য়াঞ্চাইজি রাজস্থান রয়্যালস। রাজস্ছানের আগে সাড়ে ১৪ কোটি টাকায় ২০১৭ সালের আইপিএলের নিলামে বিক্রি হয়ে পুনে সুপারজায়েন্টের হয়ে খেলেছিলেন স্টোকস।
দেখুন টুইট
Ben Stokes is managing a knee injury henceforth he'll play the first few matches of the IPL as a specialist batter. (Reported by Espncricinfo).
— Mufaddal Vohra (@mufaddal_vohra) March 28, 2023
আন্তর্জাতিক ক্রিকেটে বর্ণময় কেরিয়ার হলেও স্টোকস কিন্তু আইপিএলে সেভাবে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। ধোনির দলে এসে তিনি আইপিএলে বড় কিছু করতে পারেন কি না সেটাই দেখার। মুম্বইয়ের জশপ্রীত বুমরা থেকে কলকাতার শ্রেয়স আইয়ার, দিল্লির ঋষভ পন্থ, পঞ্জাবের জনি বেয়ারস্টো, আরসিবি-র উইল জ্যাকস-একের পর এক তারকা চোট পেয়ে চলতি আইপিএল থেকে হয় ছিটকে গিয়েছেন।