মুম্বই, ১০ এপ্রিল: আইপিএলের রোজগারে আর্থিক দিক থেকে বড় লাভবান হয়েছে বিসিসিআই (BCCI)। এবার কর্তাদের জন্য অর্থ বরাদ্দ বাড়িয়ে দিল বোর্ড। দুনিয়ার সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড সাত বছর পর তাদের শীর্ষ কর্তাদের ভাতা বাড়াল। এবার থেকে বিবিসিআইয়ের সভাপতি, সহ-সভাপতি, সচিব, কোষাধ্যক্ষ এবং যুগ্ম-সচিবরা বিদেশ সফরের জন্য দৈনিক ৮০ হাজার টাকার ভাতা পাবেন। পাশাপাশি তাঁদের প্রথম শ্রেণী বা বিজনেস ক্লাসে বিমান সফর করা খরচও দেবে বোর্ড। প্রসঙ্গত, কখনও আইসিসি, কখনও এসিসি-র বৈঠকে বা ক্রিকেট সংক্রান্ত কাজে বিদেশ সফরে যেতে হয় বোর্ড কর্তাদের। সেই সময় তারা দৈনিক ভাতা হিসেবে এই টাকা পাবেন। ক্রিকেটারদের মত কর্তাদেরও আর্থিক দিক থেকে লাভবান করছে বিসিসিআই।
দেশের মধ্যে হওয়া বোর্ডের কোনও বৈঠক বা কাজের জন্য শীর্ষ কর্তারা দৈনিক ৪০ হাজার টাকা ভাতা পাবেন। গত বছর অক্টোবর থেকে এই বর্ধিত ভাতা কার্যকর হবে। ফলে রজার বিনি, জয় শাহ-রা বকেয়া ভাতা পেয়ে যাবেন। আগে বিদেশ সফরের জন্য বোর্ডের শীর্ষ কর্তারা ৭৫০ মার্কিন ডলার ভাতা হিসেবে পেতেন, এখন সেটা বেড়ে হল এক হাজার মার্কিন ডলার।
দেখুন বোর্ডের কর্তারা কে কত ভাতা পাবেন
BCCI allowance hike - President, Secretary, Vice President, Treasurer and Joint secretary will per day get (Reported by PTI):
- 82,000 - for Foreign tour.
- 40,000 - for meeting.
- 30,000 - for work travel.
- 30,000 - for domestic travel.
- Business Class tickets for meetings!
— Mufaddal Vohra (@mufaddal_vohra) April 10, 2023
বোর্ডের রাজ্যে সংস্থাগুলির কর্তারা দেশের মধ্যে সফর করলে দৈনিক ৩০ হাজার ও বিদেশে গেলে দৈনিক ৩৩ হাজার টাকা বা ৪০০ মার্কিন ডলার করে ভাতা পাবেন। বোর্ডের তিন সদস্যের ক্রিকেট পরামর্শদাতাদের জন্যও দৈনিক ভাতা বাড়ানো হয়েছে।