ভারতীয় মহিলা ক্রিকেট দলের বিরুদ্ধে ক'দিন আগে দারুণ পারফরম্যান্স করে বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের। ভারতের বিরুদ্ধে প্রথমবার ওয়ানডে ফর্ম্যাটে জয়ের পাশাপাশি, সিরিজও ড্র করেন নিগার সুলতানারা। টি টোয়েন্টি সিরিজের একটি ম্য়াচেও হরমনপ্রীতদের হারান বাংলাদেশের মহিলারা। ভারতের বিরুদ্ধে সিরিজেই ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিটা করেন ফার্গানা হক।
মহিলাদের আইপিএলে কোটি কোটি টাকার অর্থ রোজগার করা হরমপ্রীত, স্মৃতি মন্ধনাদের মত তারকাদের বিরুদ্ধে অসাধারণ পারফরম্যান্স করায় নিগার সুলতানা, নাহিদা আখতার, সুলতানা খাতুনদের ৩৫ লক্ষ বাংলাদেশী টাকা দিল বিসিবি।
দেখুন টুইট
BCB announces generous Tk 3.5 Million bonus for Bangladesh Women's Cricket Team 😎
A token of appreciation for their performance in the #BANvIND series 🙌#BANvIND #CricketTwitter pic.twitter.com/LHF5AXtNJq
— Women’s CricZone (@WomensCricZone) July 24, 2023
প্রসঙ্গত, বাংলাদেশে গিয়ে টি টোয়েন্টি সিরিজে ২-১ জেতে ভারতীয় মহিলা ক্রিকেট দল। এরপর মীরপুরে ওয়ানডে-তে শেষ ম্যাচ টাই হয়ে যাওয়ায় সিরিজ ১-১ শেষ হয়।