শারজা, ২৯ অক্টোবর: আজ, শুক্রবার টি টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2021) মুখোমুখি বাংলাদেশ (Bangladesh)-ওয়েস্ট ইন্ডিজ (West Indies)। দুটো দলই তাদের প্রথম দুটি ম্যাচে হেরে খাদের কিনারায় দাঁড়িয়ে। আজ এই ম্যাচে যারাই হারবে তাদের বিদায় পাকাপাকিভাবে নিশ্চিত হবে। ক্রিস গেইল (Chris Gayle) বনাম সাকিব আল হাসান (Shakib Al Hasan)-দের মধ্যে ম্যাচ তাই আজ টিকে থাকার। বিশ্বসেরা টি টোয়েন্টি ক্রিকেটারদের নিয়ে গড়া ওয়েস্ট ইন্ডিজ দল তাদের প্রথম দুটি ম্যাচে চরম হতাশ করেছে।
ইংল্যান্ডের কাছে ৫৫ রানে অল আউট হয়ে জঘন্য হারের পর, দক্ষিণ আফ্রিকার কাছে হারে ওয়েস্ট ইন্ডিজ। সব বিভাগে চূড়ান্ত ব্যর্থ হচ্ছেন গেইল-পোলার্ডরা। অন্যদিকে, বাংলাদেশও জয়ের মুখ দেখেনি। সাকিবদের চ্যালেঞ্জ হল ক্যারিবিয়ান ব্যাটিংকে রুখে দেওয়া। দুটো দলই এখন পয়েন্ট তালিকায় শূন্য।
কবে কখন আয়োজিত হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ?
২৯ অক্টোবর, শুক্রবার শারজায় ভারতী সময় দুপুর সাড়ে ৩টে থেকে আয়োজিত হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ।
কীভাবে কোথায় সরাসরি দেখবেন বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ?
স্টার স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেলে সরাসরি দেখানো হবে এই ম্যাচ। স্টার স্পোর্টস ওয়ান এসডি ও এইচডি-তে দুপুর সাড়ে ৩টে থেকে সরাসরি দেখানো হবে ম্যাচ
অনলাইনে কীভাবে দেখা যাবে ম্যাচ
ডিজনি+হটস্টারের মাধ্যমে দেখানো হবে এই খেলা।